১২ বার অস্কারে মনোনয়ন পেয়েও কোনো পুরস্কার পাননি তিনি

ক্যারিয়ারে এ যেন নতুন এক রেকর্ড। একে একে ১২ বার তিনি একাডেমি পুরস্কার অস্কারে মনোনয়ন পান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কখনোই তিনি এই পুরস্কার ঝুলিতে পুরতে পারেননি। এই পরিচালক ও অভিনেতার নাম ব্র্যাডলি কুপার। আজ তাঁর জন্মদিন। ১৯৭৫ সালের ৫ জানুয়ারি তাঁর জন্ম। বিশেষ এই দিনে জেনে নিতে পারেন তাঁর জানা–অজানা কথাগুলো।
১ / ৬
শৈশবের তাঁর সিনেমা অঙ্গন কিংবা অভিনয় নিয়ে কোনো ইচ্ছাই ছিল না। তিনি হতে চাইতেন নিনজা। তিনি মনে করতেন একমাত্র নিনজারাই জীবনের অর্থ বোঝে। নিনজা হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে জাপানে যেতে চেয়েছিলেন কুপার।
ছবি: আইএমডিবি
২ / ৬
ক্যারিয়ারে তিনি আরেক জনপ্রিয় অভিনেতা রবার্ট ডি নিরোকে আদর্শ হিসেবে মানেন। তিনি মনে করেন অভিনেতা হওয়ার পেছনে নিরো তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন। একসঙ্গে তাঁরা ‘লিমিটলেস’ এ অভিনয় করেছিলেন।
ছবি: আইএমডিবি
৩ / ৬
মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। মা তাঁর সবচেয়ে কাছের বন্ধু। এর আগে কুপার বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছিলেন মাকে নিয়ে ডেটে হাজির হয়ে। শুধু তা–ই নয়, সিনেমার প্রিমিয়ার শো কিংবা পুরস্কার অনুষ্ঠানেও মাকে নিয়ে হাজির হন তিনি।
ছবি: আইএমডিবি
৪ / ৬
শুটিং থেকেই প্রেম। পরে সেই নায়িকাকেই বিয়ে করেন। তিনি জেনিফার এসপোসিটো। তাঁদের এই বিয়ে মাত্র ছয় মাস টিকেছিল। এই ঘটনায় মানসিকভাবে ধাক্কা খেয়েছিলেন কুপার।
ছবি: আইএমডিবি
৫ / ৬
শৈশব থেকে দাদিকে রান্নায় সহায়তা করতেন। এভাবে একসময় রান্নাই শিখে ফেলেন। অভিনয়ের পাশাপাশি রান্না করা তাঁর ভীষণ পছন্দের। রান্নাবিষয়ক বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠানেও তিনি গিয়েছেন।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন
৬ / ৬
কুপার ২০১৩ সালে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে প্রথম অস্কার মনোনয়ন পান। পরবর্তী সময়ে তিনি ১২ বার অস্কার মনোনয়ন পেয়েছেন। কিন্তু কখনোই কোনো পুরস্কার জিততে পারেননি। হলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একমাত্র তিনিই এখনো অস্কার পাননি। তাঁর ক্যারিয়ারের সেরা সিনেমা ‘আ স্টার ইজ বর্ন, ‘সিলভার লাইনিংস প্লেবুক’, ‘আমেরিকান হাসল’, ‘আমেরিকান স্নাইপার’।
ছবি: আইএমডিবি