মেরিল ক্যাফে লাইভ: সমসাময়িক প্রসঙ্গ আর প্রিয় তারকাদের অজানা গল্পে জমজমাট আয়োজন

পর্বগুলো সাজানো ছিল বিনোদন দুনিয়ার সমসাময়িক প্রসঙ্গ আর তারকার ব্যস্ততার খবর নিয়েকোলাজ
চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের প্রিয় তারকাদের সমসাময়িক কাজ, ব্যস্ততা এবং জানা–অজানা নানা গল্পকথার আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’। দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটি সরাসরি একযোগে প্রচারিত হয় ইউটিউবে ‘প্রথম আলো এন্টারটেইনমেন্ট’ চ্যানেল, প্রথম আলো ডটকম এবং প্রথম আলোর ফেসবুক পেজে। গত দুই সপ্তাহে প্রচারিত উল্লেখযোগ্য পর্বগুলোর তথ্য–গল্প নিয়ে এই লেখা ‘মেরিল ক্যাফে লাইভ: ফিরে দেখা’।

‘আট শিল্পীকে নিয়ে পাভেল অরিন শুরু করেছেন মিউজিক সেশন’, ‘কী করছেন তানজিকা আমিন’, ‘“আরারাত” কেন প্রাপ্তবয়স্কদের সিরিজ’, ‘সাহসী সায়রার নতুন চ্যালেঞ্জ’, ‘বাংলাদেশেই আছেন রিচি সোলায়মান’, ‘কী করছেন চিত্রলেখা গুহ’, ‘এই মুহূর্তে কী করছেন শরীফুল রাজ’, ‘মাশার কথার মালায়’—এমনই শিরোনামে মুখর ছিল প্রথম আলো ডিজিটালের আয়োজনে গত দুই সপ্তাহের (৩ থেকে ১৩ মার্চ) ‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানটি।
পর্বগুলো সাজানো ছিল বিনোদন দুনিয়ার সমসাময়িক প্রসঙ্গ আর তারকার ব্যস্ততার খবর নিয়ে। উপস্থাপনায় ছিলেন মৌসুমী মৌ ও সারা ফ্যায়রুজ যাইমা।
‘মন জানে আর কেউ জানে না’ গানের মধ্য দিয়ে শুরু হয় ৩ মার্চের পর্বটি। অতিথি ছিলেন জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের ড্রামার ও সংগীত পরিচালক পাভেল অরিন এবং কণ্ঠশিল্পী ইয়ার হোসাইন। সম্প্রতি পাভেল অরিন শুরু করেছেন ‘লিভিং রুম সেশন’ নামের নতুন উদ্যোগ।

৯ শিল্পীর অংশগ্রহণে ৯টি গানে নির্মিত হচ্ছে এ সেশনের ‘সিজন ওয়ান’। আয়োজনটির দুটি গান ইতিমধ্যে প্রচার হয়েছে, যার প্রথমটি গেয়েছেন দিলশাদ নাহার কনা আর দ্বিতীয়টি কাজল দেওয়ান। অরিন জানালেন, ২৯ গানে মোট তিনটি সিজন করার পরিকল্পনা করেছেন। গান আর চিরকুট ব্যান্ডের বর্তমান ব্যস্ততাসহ পাভেল অরিনের নানা কাজের গল্প উঠে আসে আড্ডায়।

৪ মার্চ প্রচারিত ‘মেরিল ক্যাফে লাইভ’ শুরু হয় ‘অমীমাংসিত রহস্য’ দিয়ে। তানজিকা আমিন অভিনীত চলচ্চিত্রটি সেন্সরে জমা পড়েছে। পরিচালক রায়হান রাফী। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্নের জবাবে তানজিকা আমিন বলেন, ‘মুক্তির আগে কিছু বলতে চাই না। তবে ফিকশন মানেই কোনো না কোনো গল্পের ছায়া অবলম্বনে তৈরি। আর এখানে একটি সাংবাদিক দম্পতির গল্প দেখানো হয়েছে।’ আড্ডা–গল্পে উঠে আসে তানজিকার অভিনয়ের ব্যস্ততা ও অভিজ্ঞতার কথা। অভিনেতা ইমতিয়াজ বর্ষণের সঙ্গে তানজিকার প্রেমের সম্পর্কের গুঞ্জন সম্পর্কে এ অভিনেত্রী বলেন, ‘এ কাজটায় বেশি বেশি কথা হয়েছে। সামনে কিছু কাজ ইমতিয়াজের সঙ্গে রয়েছে, ফলে আমাদের ঘন ঘন দেখা হচ্ছে। তাই সবাই আমাদের প্রেম নিয়ে বলছে।’
সঞ্চালকের মুখে অতিথির ভূয়সী প্রশংসার মাধ্যমে শুরু হয় ৫ মার্চের পর্বটি। বর্তমানে কেউ কেউ তাঁকে বলছেন ‘ওটিটি কিং’! ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ এবং ‘মহানগর সিরিজ’—কাজগুলোতে ছিলেন যিনি, নাম তাঁর শ্যামল মাওলা। শুরুতে আড্ডা শুরু হয় ‘আরারাত’ নামের কাজ নিয়ে। পরিচালনায় ছিলেন ভিকি জাহেদ। স্বামী–স্ত্রীর সম্পর্ক নিয়ে তৈরি ‘আরারাত’। নামের রহস্য উন্মোচন করতে হলে ওয়েব সিরিজটি দেখার আমন্ত্রণ জানান অভিনেতা। আসন্ন কাজ নিয়ে কথা বলার ছলে রান্নার গল্প আসে, যেটিতে পারদর্শিতা রয়েছে অতিথির। বাসার সদস্যরা তাঁর হাতে তৈরি চা আর বিফ খুব পছন্দ করেন। অভিনেতা ক্রিকেট খেলতে খুবই পছন্দ করেন, একটি দলও গঠন করেছেন সহ–অভিনয়শিল্পীদের দ্বারা। নাম দিয়েছেন ‘অল স্টারস’।

সঞ্চালক জানতে চান, ‘অভিনয়ের প্রস্তুতি কীভাবে নেন? কাউকে ফলো বা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন কি না?’ উত্তরে শ্যামল মাওলা বলেন, ‘প্রতিটা কাজই আমার কাছে চ্যালেঞ্জ। সেভাবে নিজেকে তৈরি করি। তবে ২০২০ সাল পর্যন্ত আমি অভিনেতা আহমেদ রুবেল ভাইকে প্রচুর ফলো করতাম। আমি তাঁর কাজের ভক্ত।’

প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার সন্ধ্যা সাতটায় প্রচারিত হয় ‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানটি
কোলাজ

৬ মার্চের পর্বটি শুরু হয় অতিথির অভিনয়ের পথপরিক্রমা বর্ণনার মাধ্যমে। যিনি ২০১৪ থেকে কাজ শুরু করে মাঝে সাড়ে তিন বছরের বিরতি দিয়ে আবারও কাজে ফিরেছেন। অভিনয়শিল্পী সায়রা আক্তার জাহান কাজে ফিরেছেন একটি নেতিবাচক এবং একটি ইতিবাচক চরিত্র দিয়ে। ‘আরারাত’ এবং ‘লেগুনা’—দুটি কাজই অভিনেত্রীর জন্য ছিল আনন্দের এবং চ্যালেঞ্জের। যেখানে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাড়ে তিন বছর একটি বেসরকারি স্কিন কেয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন সায়রা। গল্প–আড্ডায় উঠে আসে অভিনেত্রীর আসন্ন কাজ ও বর্তমান কাজের দর্শকসাড়া নিয়ে।
একসময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান ছিলেন ১০ মার্চ প্রচারিত পর্বের অতিথি। লম্বা সময় বিরতির পর তিনি অভিনয়ে ফিরেছেন। ছোটবেলায় নৃত্য দিয়ে শুরু, পথচলা সহজ হয়েছিল পরিবার সংস্কৃতিমনা হওয়ায়। বাবার শর্ত ছিল—যা–ই করুক না কেন, অভিনেত্রীর মা সঙ্গে থাকতে হবে।
সঞ্চালক জানতে চান, ‘কোন পরিচয়টায় স্বাচ্ছন্দ্যবোধ করতেন রিচি সোলায়মান?’ উত্তরে রিচি জানান, ‘অভিনয়শিল্পী হিসেবে পরিচিত হতে চেয়েছি। কারণ, বাংলাদেশে নৃত্যে প্রতিভা দেখানোর সুযোগ কম। তাই অভিনয়টাই আমার কাছে ভালো লাগত।’ বর্তমানে রিচি দেশেই থাকছেন। তবে ভালোবাসার একটা দোটানার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। কারণ, রিচি সোলায়মানের ছেলে মায়ের কাজ ভীষণ পছন্দ করে কিন্তু মেয়ে চায় মা তাঁর কাছাকাছিই থাকুক। বর্তমান কাজের ব্যস্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠে আসে গল্প–আড্ডায়।
চট্টগ্রামের আঞ্চলিক গান গাওয়ার মাধ্যমে শুরু হয় ১১ মার্চ প্রচারিত পর্বটি। অতিথি ছিলেন কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ। কণ্ঠশিল্পী শুনে একটু চমকে যাওয়ার মতোই। সঞ্চালক জানান অজানা একটি তথ্য। ১৯৮৬ সালে বাংলাদেশ বেতারের রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত ছিলেন চিত্রলেখা গুহ।

কথা প্রসঙ্গে চিত্রলেখা জানান, অনেকটা নাটকীয়তার মধ্যে শুরু করেছিলেন অভিনয়ের কাজ। স্বামী উত্তম গুহর থিয়েটারে গিয়েছিলেন। রিহার্সেলে একজন একটা চরিত্র পাঠ করতে দিয়েছিলেন। তারপরই তিনি হয়ে গেলেন অভিনয়শিল্পী। এর মধ্যে বিভিন্ন বিজ্ঞাপনে কণ্ঠ দিতেন। আড্ডার এক ফাঁকে উপস্থাপকের সঙ্গে চট্টগ্রামের ভাষায় হঠাৎ ঝগড়া শুরু করলেন। অতিথির দাবি, ‘এখানে কোনো চায়ের কাপ নাই, নাস্তা নাই। এটা কী ধরনের ইন্টারভিউ।’ সত্যিকারের ঝগড়া নয়, মৌয়ের অনুরোধে প্রতীকী ঝগড়া আড্ডায় একটু অন্যমাত্রা দিয়েছিলেন অভিনেত্রী। পুরো আড্ডায় সমসাময়িক বিষয় আর নাটকপাড়া নিয়ে কথা বলেন তিনি। শেষ গেয়ে শোনান ‘আমার প্রাণের মানুষ আছে আমার প্রাণে’ রবীন্দ্রসংগীত।
১২ মার্চ প্রচারিত পর্বটি শুরু হয় সঞ্চালকের মুখে অতিথি বন্দনা দিয়ে। অতিথি ছিলেন ‘দামাল’, ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘গুণিন’ সিনেমার দর্শকনন্দিত অভিনেতা শরীফুল রাজ। ব্যস্ত সময় পার করছেন তিনি। এবারের ঈদে আসছে তাঁর অনেকগুলো কাজ। কোনটা রেখে কোনটা জিজ্ঞেস করবেন—ভেবেই পাচ্ছিলেন না সঞ্চালক। কাজগুলো হচ্ছে ‘ওমর’, ‘কাজলরেখা’ ও ‘দেয়ালের দেশ’।

রাজ জানান, ‘কাজলরেখা’ সিনেমার শুটিং হয় আসামের মেঘালয়ে। দুর্গম এলাকায় কাজটা খুব চ্যালেঞ্জিং ছিল। এ কাজে স্থানীয় লোকজন খুব সাহায্য করেছিল। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শরীফুল রাজ বলেন, ‘একটা জায়গায় ছয় ঘণ্টার জন্য শুটিং করতে হবে। আমি জানতে চাইলাম, যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়? প্রধান চিত্রগ্রাহক বললেন, অ্যাডাল্ট ডায়াপার পরে নেন। তখন আমি ওইভাবে ডায়াপার পরেই কাজটা শেষ করেছি। যা আমার জন্য খুবই কষ্টকর ছিল।’

আসামে যাওয়ার আগে ‘ওমর’ সিনেমার কাজ শেষ করে গিয়েছেন। রহস্যঘেরা একটি কাজ করেছেন। তবে ‘দেয়ালের দেশ’ ছিল সবগুলোর থেকে অন্য রকম। চিত্রনায়িকা বুবলীও ছিলেন এ সিনেমায়। দীর্ঘদিন ধরে এর শুটিং হয়েছে। চরিত্রের জায়গা থেকে নিজেকে বিভিন্নভাবে দেখিয়েছেন এ তিনটি কাজে। এর জন্য পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জানান রাজ। তিনি বলেন, ‘শুরুটা আমার “আইসক্রিম” দিয়ে। আমার জীবনের মোড় ঘুরিয়েছে এই সিনেমা এবং পরিচালক রেদওয়ান রনি।’

‘এ সময়ে এসে কোনো কিছু নিয়ে অনুতাপে ভোগেন কি না’—উপস্থাপকের এমন প্রশ্নে রাজ এক বাক্যে উত্তর দেন, ‘আমি বর্তমান নিয়ে ভাবতে পছন্দ করি। অতীত নিয়ে ভাবি না। তাই অনুতাপে ভুগি না।’ শেষে দর্শককে হলে গিয়ে তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো দেখার আমন্ত্রণ জানান রাজ।
১৩ মার্চ প্রচারিত পর্বের অতিথি ছিলেন তরুণ কণ্ঠশিল্পী মাশা ইসলাম। ‘তোমার কথামালায় মন বান্ধিতে চাই’—গান দিয়ে শুরু করেন মাশা। গান আর কর্মজীবন নিয়ে ব্যস্তময় সময় যাচ্ছে শিল্পীর। নিজের মৌলিক গানের কিছু কাজ, চলচ্চিত্রে প্লেব্যাক এবং কোক স্টুডিওর সামনের সিজনে কাজের কথা জানান মাশা। ‘তোমায় খুঁজে যাব’ শিরোনামের একটি গান সম্প্রতি মুক্তি পেয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। গান ও চাকরির পাশাপাশি সময় পেলেই ঘুরতে চলে যান মাশা। ভিন্ন ভিন্ন ভাষায় গান করার দক্ষতাও রয়েছে মাশার। তাই উপস্থাপকের অনুরোধে তেলেগু ভাষার একটি গান দিয়ে পর্বটি শেষ হয়।
উল্লেখ্য, প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার সন্ধ্যা সাতটায় প্রচারিত হয় ‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানটি।