‘এসব কি ভাই? মেহেরিন সামিরের বিবাহিত স্ত্রী’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী মোশাররফ করিম, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসারদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
অভিনয়শিল্পী খায়রুল বাসার প্রশংসিত হচ্ছেন ‘এটা আমাদেরই গল্প’ নাটক দিয়ে। সেই নাটক চরিত্রগুলো এখন আলোচনায়। তেমন একটি আলোচিত ঘটনা নিয়ে বাসার লিখেছেন, ‘অনেকেই বলছেন সায়রার (সুনেরাহ্ বিনতে কামাল) কারণে মেহেরিন (কেয়া পায়েল) পাগল হয়ে গেছে! কেউ বলছে ফাহাদকে (ইরফান সাজ্জাদ) না পেয়ে পাগল! এসব কি ভাই? মেহেরিন সামিরের বিবাহিত স্ত্রী। সামিরের অতি ভালোবাসাতেও তো পাগল হতে পারে, এটা কেন বলছেন না? এ কেমন বিচার।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
একসঙ্গে গান শুনে সময় কাটাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব দম্পতি। ভক্তদের গানটির অডিও শোনার কথা লিখেছেন মেহজাবীন। সেই স্ট্যাটাসে মেহজাবীনের বান্ধবী আরেক অভিনেত্রী হাসিন রওশন মজা করে লিখেছেন, ‘পরিষ্কার শোনা যাচ্ছে আদনান আল রাজীব কত অশান্তিতে আছে।’
ছবি : ফেসবুক থেকে
৩ / ৫
মোশাররফ করিমকে সচরাচর কম দেখা যায় ফেসবুকে সরব থাকতে। বেশির ভাগ সময়ই তিনি কাজের খবর খুব একটা ফেসবুকে জানানোর সুযোগ পান না। এই অভিনেতা এবার তাঁর কাজের খবর প্রকাশ করে লিখেছেন, ‘লাভলুর ঝগড়াটে বউরা’ নামে নতুন নাটক প্রকাশ হয়েছে। নাটকটি দেখুন।’ নাটকে তাঁর সহশিল্পী রোবেনা রেজা।
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
বর্তমানে দেশের বাইরে রয়েছেন অভিনেতা মিশু সাব্বির। অভিনয় থেকেও দূরে। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা বারবার নিজেকে পরিবর্তন করার সুযোগ ও সক্ষমতা দেন এবং সেটিকে সহজ করে দেন। তাই আমার চেহারা নিয়ে চিন্তা করবেন না; বরং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
বেশ কয়েক দিন ধরেই শীত একটু একটু করে কমছে। শুটিংয়ে ঢাকার বাইরে গিয়ে সেই অনুভূতির কথা ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেতা আ খ ম হাসান। তিনি লিখেছেন, ‘শীত চলে যাওয়ায় কষ্টে আছি।’
ছবি: ফেসবুক থেকে