default-image

পিপলু বলেন, ‘এই কনটেন্টটা খুব ইন্টারেস্টিং দুইটা কারণে। প্রথমত, আমরা সোসাইটির কিছু গভীর ক্ষত বা প্রবাহ আমরা যে রকম দেখি, সেভাবে দেখাতে চেয়েছি। দ্বিতীয়ত, এইটা একটা সেন্সেবল ও সেন্সিটিভ প্রজেক্ট। তিনজন চেষ্টা করেছি সমসাময়িক যে ঘটনাগুলা হয়েছে, সেটার একটা ফিকশনাল ব্যাখ্যা তৈরি করতে।’
তিনি আরও বলেন, ‘এক অর্থে এটা আমার প্রথম ফিকশন। দুই প্রবীণ ও দুই নবীন অভিনেতার সঙ্গের অভিজ্ঞতা দুর্দান্ত। এই প্রজেক্টের যে সামাজিক সচেতনতার দিক আছে, তা সময়োপযোগী। এই মুহূর্তে আমাদের সমাজের একপ্রকার পরাজয়ের গল্প, হেরে যাওয়ার গল্প। যেটা সৃজনশীলভাবে দর্শকের কাছে নিতে চাই।’

default-image

এই মুহূর্তে নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এটি চরকির প্রথম অ্যান্থলজি ফিল্ম। তিন গুণী নির্মাতার প্রথম সিনেমাও এটি। তিন ছোট গল্পে রয়েছে একাধিক অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতি। সব মিলিয়ে দারুণ একটি কাজ চরকিতে আসছে।’

default-image
ওটিটি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন