‘এই মুহূর্তে’ তিন সময়ের তিন পরিচালক

তৈরি হয়েছে তিন পরিচালকের নতুন প্রজেক্ট ‘এই মুহূর্তে’কোলাজ

তিন সময়কার তিন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা তাঁরা। পর্দায় সবার গল্প বলার ভঙ্গিও আলাদা। তবে সবাই যে যাঁর কাজ দিয়ে নিজেদের জাত চিনিয়েছেন। এই তিন নির্মাতাকে একসঙ্গে পাওয়া প্রায় অসম্ভবই বলা যায়। এ অসম্ভবকে সম্ভব করার কাজটি করেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনিই আইডিয়া ভাগাভাগি করেছেন আরেক সহকর্মী পিপলু আর খানের সঙ্গে। সব ব্যাটে-বলে মিলে যাওয়ায় তৈরি হয়েছে তিন পরিচালকের নতুন প্রজেক্ট ‘এই মুহূর্তে’। সমসাময়িক অভিন্ন তিনটি গল্পের অ্যান্থলজি সিনেমাটি তৈরি হচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য।
শুরুতে গল্পের আইডিয়া নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলেন মেজবাউর রহমান সুমন। মাথায় ছিল তিন সময়ের গল্প। এর মধ্যে মনে পড়ল আরেক পরিচালক পিপলু আর খানের কথা। সুমনের অনেক দিনের পরিচিত পিপলু। করোনার মধ্যেই তাঁর সঙ্গে আইডিয়া ভাগাভাগি করেন। তিনি পছন্দ করলেন। পেশাগত দিক থেকে সুমনের অনেক সিনিয়র পিপলু। তাঁরা ভেবে দেখলেন, এই প্রজেক্টে তাঁদের জুনিয়র একজনকে নিলে কেমন হয়? ব্যস, যেমন ভাবা তেমন কাজ। প্রজেক্টে যোগ হলেন আবরার আতহার।

পিপলু আর খানে

সুমন বলেন, ‘আমার জন্য সিনেমা বানানো ওই মুহূর্তে কঠিন ছিল। কিন্তু আমার জন্য তিন গল্পের একটি ছিল শতভাগ পারফেক্ট। পিপলু ভাইয়ের সঙ্গে আইডিয়া শেয়ার করার পরে মনে হয়েছে তিনি কাজটি নিয়ে আগ্রহী। প্রায় পাঁচ মাস গল্প নিয়ে বসার পরে মনে হলো আমাদের চেয়ে জুনিয়র একজনকে যুক্ত করলে কেমন হয়। আবরার আমাদের দুজনেরই পরিচিত, যোগাযোগ ছিল। সে–ও শুনে উত্তেজিত। এভাবেই তিনজন প্রজেক্টটি নিয়ে কথা চলতে থাকে। আমাদের গল্পগুলো আরও পরিণত হতে থাকে।’ তিনি আরও জানালেন, আগে সেভাবে অ্যান্থলজি সিরিজ না হওয়ায়, শুটিং চ্যালেঞ্জিং ছিল। সবাই মিলেই সেটা উতরাতে পেরেছেন। চরকির ‘এই মুহূর্তে’র জন্য ১০ থেকে ১২ বছর পর ফিকশন বানিয়েছেন।
বিজ্ঞাপনচিত্র নির্মাণে বহু আগেই প্রশংসা পেয়েছেন পরিচালক পিপলু আর খান। নতুন করে আলোচনায় আসেন হাসিনা: আ ডটার্স টেল প্রামাণ্যচিত্র বানিয়ে। এটা দর্শকদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি একটি সিনেমার কাজ শেষ করেছেন। এর মধ্যেই চরকির জন্য নতুন খবর নিজে হাজির। ‘এই মুহূর্তে’ তিনটি সমসাময়িক গল্প, যা ফিকশন আকারে তৈরি হয়েছে। এভাবে ধরলে এটা পিপলুর প্রথম ফিকশন। তিনি বলেন, “‘এই মুহূর্তে” আমাদের সমাজের একধরনের পরাজয় ও হেরে যাওয়ার গল্প। যেটাকে সৃজনশীলভাবে দর্শকের কাছে নিতে চাই।’ পরিচালক আরও বলেন, ‘আমরা তিনজন চেষ্টা করেছি সমসাময়িক যে ঘটনাগুলো ঘটেছে, সেটার একটা কাল্পনিক ব্যাখ্যা তৈরি করতে।’

মেজবাউর রহমান। ছবি: প্রথম আলো

পিপলু আর খান ও মেজবাউর রহমান সুমন ছাড়া ‘এই মুহূর্তে’র তৃতীয় পরিচালক এই সময়ের আলোচিত নির্মাতা আবরার আতহার। কাজটি ছিল তাঁর জন্য বিশেষ কিছু। কারণ, অনেক আগে থেকেই দুই পরিচালকের কাজের সঙ্গে পরিচয়। এবার তাঁদের সঙ্গে একই প্রজেক্টে কাজ করতে পারাটা সৌভাগ্যের মনে করেন তিনি। আবরার বলেন, ‘পিপলু ভাই ও সুমন ভাইয়ের সঙ্গে কাজ করাটা ছিল আমার জন্য ভয়ের, চ্যালেঞ্জের ও উত্তেজনার। অনেক কিছু শেখারও ছিল। আমরা তিনজন ভিন্ন তিন রকমের গল্প বলতে পছন্দ করি। সবাই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি, যা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে থাকে, তা অনন্য শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’

আবরার আতহার

তিন সময়ের তিন পরিচালককে এক প্রজেক্টে যুক্ত করা প্রসঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘আমরা সব সময়ই চরকির দর্শকদের জন্য ব্যতিক্রম কাজ নিয়ে হাজির হতে চাই।’ গল্প, নির্মাণ, কাজের ধরন—সব জায়গাতেই এই পরিবর্তনটা নিয়েই এগিয়ে যেতে চান তাঁরা। তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো অ্যান্থলজি সিনেমায় আসছেন দেশের অন্যতম সেরা তিন পরিচালক। বর্তমান সময়ে দেশের আলোচিত ও ভিন্ন চিন্তার এই তিন পরিচালকের কাজ একসঙ্গে চরকিতে দেখবেন দর্শক। এটা দর্শকদের জন্য আনন্দের।’