default-image

অ্যাকশন, ড্রামা, ইমোশন—সব আছে এই এক সিনেমায়। চরকিতে এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে সম্পূর্ণ বাংলায়। কী আছে জিরো ফ্লোর-এ? ওয়াহিদ তেহরানে রওনা দেন তাঁর চার বছরের ছোট ছেলের সার্জারি বন্ধ করতে। কিন্তু ওয়াহিদের পৌঁছানোর আগেই তাঁর সন্তানের মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য ওয়াহিদ দায়ী করেন তাঁরই সাবেক স্ত্রী ফাহিমাকে।

default-image

সন্তানের এই মৃত্যুই ওয়াহিদ ও ফাহিমার সম্পর্ককে একটি নতুন মোড় দেয়। পারিবারিক দ্বন্দ্ব নিয়েই এগিয়ে চলে ইরানি সিনেমা জিরো ফ্লোর-এর গল্পটা।
ইব্রাহিম ইব্রাহিমিয়া পরিচালিত ৭৯ মিনিটের সিনেমাটি ইরানি ভাষায় মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সিনেমায় ওয়াহিদ চরিত্রে অভিনয় করেছেন হামিদ রেজা আজারাং। আরও রয়েছেন জাভেদ ইজাতি, বেহদোখত ভালিয়েনসহ আরও অনেকে। ড্রামা ঘরানার ছবিটি দর্শক উপভোগ করতে পারবেন পরিবার নিয়ে।

ওটিটি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন