ঢাকায় বসে তুরস্ক ‘ভ্রমণ’

‘ঘুর ঘুর ঘূর্ণি’র প্রিমিয়ার শো-তে চরকি, গোযায়ান ও দা মারভেলের কর্মকর্তারা
ছবি: চরকির সৌজন্যে

ঈদ আয়োজনে এই প্রথম কোনো ট্রাভেল শো দেখছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির দর্শক। তুরস্কের বিভিন্ন জায়গা সম্পর্কে অনেক জানা-অজানা, মজার গল্প নিয়ে তৈরি হয়েছে ট্রাভেল সিরিজটি। গত বুধবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল তুরস্ক ভ্রমণের গল্প ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’ শোয়ের প্রিমিয়ার অনুষ্ঠান। ট্রাভেল শোটিতে হোস্ট হিসেবে রয়েছেন জনপ্রিয় ভ্লগার জুটি শেহ্ওয়ার ও মারিয়া। এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ইনফ্লুয়েন্সর, ভিডিও কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবারসহ অনেকেই।

‘ঘুর ঘুর ঘূর্ণি’র প্রিমিয়ার শো-তে বক্তব্য রাখেন গোযায়ান-এর পাবলিক রিলেশনস ম্যানেজার ফারজানা বুশরা
ছবি: চরকির সৌজন্যে

চরকি অরিজিনাল ট্রাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’ পাওয়ারড বাই গোযায়ান। এর প্রথম দুটি পর্ব ২৫ এপ্রিল মুক্তি পেয়েছে। ৬ পর্বের এই সিরিজের বাকি পর্বগুলো শুক্রবার ও ২ মে রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে। শেহ্ওয়ার দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি। তিনি একটি ভিডিও বার্তাতে বলেন, ‘আমার খুব আনন্দ হচ্ছে যে আপনারা সবাই আমাদের এই ট্রাভেল শো দেখছেন। এই অনুষ্ঠানে থাকতে পারলে আরও ভালো লাগত। চরকি, গোযায়ান, মারভেলসহ সব সহযোগী প্রতিষ্ঠানের ওপর আমরা কৃতজ্ঞ। আমরা অনেক প্রিভিলেজ ফিল করছি। চরকি এমন আরও কনটেন্ট তৈরি করুক। সবার জন্য শুভকামনা।’

চরকি অরিজিনাল ট্রাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’
ছবি: চরকির সৌজন্যে

নীল হুরে জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গোযায়ান-এর পাবলিক রিলেশনস ম্যানেজার ফারজানা বুশরা। তিনি বলেন, ‘অ্যাডভেঞ্চারের জন্য, রিলাক্সেজেসন, নতুন ফুডের জন্য মানুষ এখন প্রচুর ট্রাভেল করে। কোভিডের আগে ও পরে ট্রাভেল নিয়ে মানুষকে বেশ অসুবিধায় পড়তে হয়েছে। সবার অ্যাডভেঞ্চারের যে স্বপ্ন আছে, সেটা যেন পূরণ হয়, এটাই গোযায়ানের লক্ষ্য। আর বাংলাদেশের একটি ওটিটি থেকে এই প্রথম কোনো ট্রাভেল শো লঞ্চ করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার।’

দা মার্ভেল বি ইউ-এর ব্যবস্থাপনা পরিচালক মাহজাবীন ফেরদৌস বলেন, ‘অনেক বাধাবিপত্তি পেরিয়ে আমরা সবাই মিলে কাজটা শেষ করেছি। একটা জিনিস বা কনটেন্ট তখনই সুন্দর হয়, যখন অনেকগুলো প্রিয় মানুষ একসঙ্গে হয়। আমরা সামনে চরকির মতো প্ল্যাটফর্মে সব ধরনের কনটেন্ট নিয়ে কাজ করব।’

‘ঘুর ঘুর ঘূর্ণি’র প্রিমিয়ার শো-তে বক্তব্য রাখেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি
ছবি: চরকির সৌজন্যে

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকিতে এই প্রথম ট্রাভেল সিরিজ এল। এটার জন্য আমার ব্যক্তিগত একটা অনুভূতি রয়েছে। ট্রাভেলিং আমার খুব কাছের বিষয়। আমি সব সময় ট্রাভেলার হতে চাইছিলাম। এখন চরকির মধ্যে ঘূর্ণির মতো ঘুরছি। এই শোয়ের কোলাবরেশনটা খুব চমৎকার হয়েছে। এ রকম কনটেন্ট চরকিতে আরও আসবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টোয়েলভ-এর ব্র্যান্ড ম্যানেজার অমিতাভ বড়ুয়া, প্রোডাকশন হাউস ফ্রেম পার সেকেন্ড-এর মো. হাবিবুর রহমান তারেক, ১৩৮ ইস্ট-এর স্বত্বাধিকারী আশফাক রহমান। প্রিমিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস জাবেদ সুলতান, ইউটিউবার সালমান মুক্তাদির, মিস ইউনিভার্স ২০১৯ শিরিন শিলা, কার্টুনিস্ট মোরশেদ মিশু, অভিনেত্রী মাসুদা খান, নৃত্যশিল্পী হৃদি শেখ, ভিডিও কনটেন্ট ক্রিয়েটর কামরুন্নাহার ডানা, কারিনা, রাফসান শাবাব, দা মার্ভেল বি ইউ-এর কর্মকর্তারা, গোযায়ান, চরকির কর্মকর্তাসহ অনেকে।