দুই আর দুই চার মেলাতেই দিচ্ছে না…

চঞ্চল চৌধুরীর নিয়মিত অভিনয় করেন
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

চঞ্চল চৌধুরীর নিয়মিত অভিনয় করেন। করোনার মধ্যেও থেমে থাকেননি। টানা কাজ করেছেন। এই সময়ে গত দুই বছরে ‘ঊনলৌকিক’, ‘মুন্সিগিরি’, ‘তাকদীর’, ‘বলি’সহ একাধিক দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন। তারপরও এই অভিনেতা ফেসবুকে লিখেছেন,‘কোভিড দুই আর দুই চার মেলাতেই দিচ্ছে না…।’ আসলে রহস্য কী? কেন দুই দুইয়ের হিসাব মেলাচ্ছেন এই অভিনেতা।

চার মিললে কী হবে, কেন এই হিসাব করছেন? প্রশ্ন শুনে কিছুটা চুপ চঞ্চল চৌধুরী
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

চার মিললে কী হবে, কেন এই হিসাব করছেন? প্রশ্ন শুনে কিছুটা চুপ চঞ্চল চৌধুরী। তারপর সেই ‘আয়নাবাজি’র আয়নালের মতো হাসি দিয়ে বললেন, ‘ও আচ্ছা।’ তারপর সেই চারের হিসাবের ব্যাখ্যা দিলেন। এই অভিনেতা বলেন, ‘আজকের তারিখ অনুযায়ী, সবই দুই। যেমন ২২.২. ২০২২। দুই দুই করতে করতে গিয়ে মেমোরিতে এল সর্বশেষ মুক্তি পাওয়া “আয়নাবাজি” আর “দেবী” সিনেমার কথা। তাই মজা করে দুই সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকা ছবি ফেসবুকে শেয়ার দিয়েছি। সময়গুলো ভালো গেলে পরের দুটি সিনেমার সঙ্গে এমন ছবি থাকতে পারত। কিন্তু শেষের এই দুইয়ের হিসাবটা করোনা কঠিন করে দিয়েছে।’

‘পাপ-পুণ্য ছবির শুটিংয়ের ফাঁকে আড্ডায় অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে চঞ্চল চৌধুরী
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গত দুই বছরে চঞ্চল চৌধুরী অভিনীত ‘পাপ-পুণ্য’ ও ‘হাওয়া সিনেমা’ দেশজুড়ে মুক্তি কথা ছিল। কিন্তু করোনার কারণে সিনেমা দুটি আটকে রয়েছে। ‘কোভিডের কারণে আমার দুয়ে দুয়ে চারটা হচ্ছে না। সিনেমা করি দর্শক দেখবেন, সেটা নিয়ে কথা বলবেন। কিন্তু বৈশ্বিক এই সংকটের কারণে আমার সিনেমাই নয়, গোটা চলচ্চিত্র অঙ্গন পিছিয়ে যাচ্ছে। সেভাবে সিনেমা মুক্তি পাচ্ছে না। আর এই দুই-তিন বছর ঠিকমতো কাজ করতে পারলাম না। আমার দুটি সিনেমা রিলিজ হলে আরও দুটি নতুন সিনেমায় কাজের সুযোগ পেতাম। এসব মিলেই হিসাব মিলছে না, করার কিছু নেই। কিন্তু বয়স থেমে নেই। এখন ভালো কাজের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বী বাড়ছে। যত বয়স বাড়ছে, আমার শারীরিক শক্তি তত কমতে থাকবে। সেই জায়গা থেকে এখন আমার কাছে তিন মাসও খুবই গুরুত্বপূর্ণ।’

এই মাসের শেষ থেকেই তিনি ওয়েব ফিল্ম ‘কারাগার’ নিয়ে ব্যস্ত হচ্ছেন চঞ্চল
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

চঞ্চল চৌধুরী জানালেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ অনেক আগেই সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটি শিগগির মুক্তি পাবে। অন্যদিকে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার প্রায় সব কাজই শেষ। এটি শিগগির সেন্সরে জমা দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দুটি সিনেমা নিয়েই আশাবাদী চঞ্চল। এই মাসের শেষ থেকেই তিনি ওয়েব ফিল্ম ‘কারাগার’ নিয়ে ব্যস্ত হচ্ছেন। এটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী।