‘নিখোঁজ’ বছরের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট হতে যাচ্ছে...

নিখোঁজ এর একটি দৃশ্যে শতাব্দী ওয়াদুদ ও খায়রুল বাসার
ছবি: সংগৃহীত

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি প্রায় নতুন নতুন চমক নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ১৭ মার্চ মুক্তি পেয়েছে ডাইকিন নিবেদিত অরিজিনাল সিরিজ ‘নিখোঁজ’। ইতিমধ্যে দর্শকদের আগ্রহের তালিকায় জায়গা করে নিয়েছে ওয়েব সিরিজটি। কেমন হয়েছে ‘নিখোঁজ’? সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নাট্য ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

অমিতাভ রেজা চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রচারণার জন্য বেশ কয়েক দিন ধরেই ফেসবুকে খোঁজা হচ্ছিল ফারুক আহমেদকে। তাঁকে খুঁজছিলেন নির্মাতা আদনান আল রাজীব, রেদওয়ান রনি, অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, খায়রুল বাসাররা। এখানে ফারুক আহমেদ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। মুক্তির পর ‘নিখোঁজ’ ওয়েব সিরিজটি নিয়ে অমিতাভ রেজা তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অর্চিতা স্পর্শিয়া যে কত ভালো অভিনেত্রী, সেটা ওর অভিনীত “নিখোঁজ” দেখলে বোঝা যায়। সত্যই সে অসাধারণ মেধাবী অভিনয়শিল্পী।’

নিখোঁজ এর একটি দৃশ্যে শ্যামল মাওলা ও আফসানা মিমি
ছবি: সংগৃহীত

অভিনেতা শাহেদ আলী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘“নিখোঁজ” একটি ভালো কাজ। ওটিটির চটকদার, পেইড রিভিউসর্বস্ব গিমিক প্রোডাকশন নয়। কোনো প্রধান পাত্র-পাত্রীকে অযাচিত বিশেষণে বিশেষায়িত করা বাণিজ্যিক থ্রিলার নয়। প্ল্যাটফর্ম তুষ্ট করা স্টান্টবাজির ধারেকাছে ছিলেন না ডিরেক্টর। ডিরেক্টর, রাইটারকে আমি চিনি না। তার সঙ্গে আমার কোনো পরিচয়ও নেই। কিন্তু তার কাজে খুবই মুগ্ধ হলাম।’

অভিনেতা শাহেদ আলী
ছবি: সংগৃহীত

রহস্য, থ্রিলার, সাসপেন্সে ঘেরা পারিবারিক ড্রামাতে দেখা যাবে একদিন হঠাৎ নিখোঁজ পরিবারের প্রিয় মানুষ। আর ঘটতে থাকে অনেক রহস্যময় ঘটনা। এগুলোতে মুগ্ধ এই অভিনেতা আরও লিখেছেন, ‘অপ্রয়োজনীয় একটি দৃশ্য বা একটি শট দেখলাম না কাজটিতে। ফটোগ্রাফি ও সম্পাদনার এতটা পরিমিতিবোধ বহুদিন দেখি নাই। অভিনেতা–অভিনেত্রীদের এত যথার্থ ব্যবহার এ সময়ের অনেক তথাকথিত হিট ওটিটিতেও দেখা যায়নি। অভিনেতাদের প্রত্যেকেই আমার খুব কাছের কলিগ, কেউ কেউ আবার ঘনিষ্ঠ বন্ধুও বটে এবং তাঁদের প্রত্যেকেই যাঁর যাঁর জায়গায় দুর্দান্ত অভিনয় করেছেন। প্রত্যেককেই পরিচালক যথার্থ ব্যবহার করেছেন। গল্প বলাটা একদমই তথাকথিত থ্রিলার ভঙ্গির বাইরে ছিল। কিন্তু একটা মুহূর্তও স্ক্রিন থেকে মনোযোগ অন্য কোথাও নেওয়ার উপায় ছিল না। হয়তো অনেক পুরস্কারে ভেসে যাবেন না আপনারা, অনেক অনেক স্তুতিতে আকাশ–বাতাস বিদীর্ণ হবে না আপনাদের নিয়ে। কিন্তু আপনারা ঘটনাটা ঘটিয়েছেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য।’

নিখোঁজ এর একটি দৃশ্যে সহ অভিনেতার সঙ্গে অর্চিতা স্পর্শিয়া
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণে অভিনয় থেকে কিছুটা দূরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। দর্শকদের পছন্দের এই অভিনেত্রী এবার নতুন করে পর্দায় আসছেন। ‘নিখোঁজ’-এর মধ্য দিয়েই ওয়েব দুনিয়ায় অভিষেক হবে তাঁর। সিরিজটি নিয়ে আগ্রহের অন্যতম কারণ ছিলেন তিনি। ফেসবুকে আসাদ উচ্ছ্বাস নামের একজন লিখেছেন, ‘চরকির ওয়েব “নিখোঁজ” দেখলাম। একজন বাবা, একজন স্বামী হঠাৎ করেই যখন নিখোঁজ হয়ে যায়, সেটা সেই ফ্যামিলির জন্য কী অমানুষিক দুর্ভাগ্য, দুর্দশা নিয়ে আসে, সঙ্গে সামাজিকভাবে প্রভাব বয়ে আনে, তা দারুণভাবে উঠে এসেছে। বর্তমান ও অতীতের ঘটনাপ্রবাহকে সমানতালে দারুণভাবে স্ক্রিনে ফুটায় তোলা হয়েছে। পরিবারের কেউ জানে না তাদের অভিভাবক কোথায়, প্রশাসন বলছে তারাও জানে না, তাহলে জানেটা কে? পরিচালক রিহান রহমানকে অনেক ধন্যবাদ এমন দারুণ কিছু উপহার দেওয়ার জন্য। কী দারুণ তার মেকিং। স্পেশালি ডিওপি এবং কাস্টিং ডিরেক্টরকে ধন্যবাদ দিতে চাই, একাল আর সেকালের দারুণ কম্বিনেশন দিতে পেরেছেন।’

নিখোঁজ এর পোস্টার
ছবি: সংগৃহীত

রাশেদুল ইসলাম নামের এক তরুণ নির্মাতা ফেসবুকে তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘“নিখোঁজ” এ বছরের চরকির সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট হতে যাচ্ছে বলে আমার ধারণা। এর আগে বাংলাদেশের অনেক ওয়েব সিরিজ দেখেছি কিন্তু গল্প আর স্টোরি টেলিং এত সুন্দরভাবে মিলিয়ে নির্মাণ এর আগে কখনো দেখিনি, গুণী পরিচালক রিহান রহমান এত সুন্দর করে এই সিরিজের গল্পটা দেখিয়েছেন যে স্ক্রিন থেকে চোখ সরিয়ে আনাও মুশকিল ছিল আর পুরো সিরিজটা কখন শেষ হয়ে গেল টেরই পেলাম না। শুধু গল্প আর স্ক্রিনপ্লেই যে স্ট্রং তা না, সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্রিয়েটিভ ক্যামেরা ওয়ার্ক, কালার গ্রেডিং আপনাকে মুগ্ধ করে রাখবে পুরোটা সময়। আফসানা মিমি, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, স্পর্শিয়া, খায়রুল বাসারসহ শক্তিশালী সব অভিনয়শিল্পী, যার কারণে প্রতিটি ক্যারেক্টারই তার পূর্ণতা পেয়েছে গল্পে।’

তিনি সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘চরকিতে সাবস্ক্রাইব করে প্ল্যাটফর্মটিকে আরও এগিয়ে নিয়ে যান। যেন এই প্ল্যাটফর্মের সাহায্যে আমাদের নড়বড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিজ আবার সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’ সিরিজের আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ানসহ অনেককে। ‘নিখোঁজ’ পাওয়ারড বাই মাই ফুয়েল পাম্প। এটি চরকির পর্দায় দেখা যাচ্ছে।