‘শেষ চিঠি’ চমক শুধুই দীঘি নয়

‘আমি তুলি। এটা আমার সংসার’—এ সংলাপ দিয়েই শুরু হয় শেষ চিঠির ট্রেলার।
ছবি: সংগৃহীত

‘আমি তুলি। এটা আমার সংসার’—এ সংলাপ দিয়েই শুরু হয় শেষ চিঠির ট্রেলার। সংলাপগুলো শোনা যায় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মুখে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির বিশেষ চমক শেষ চিঠি। এই চরকি ফ্লিক দিয়েই প্রথমবারের মতো ওটিটির পর্দায় আসছেন দীঘি। তাঁর সঙ্গে রয়েছেন ‘স্বপ্নজাল’খ্যাত আরেক অভিনেতা ইয়াশ রোহান। তাঁরা গোপনেই শেষ করেছিলেন শুটিং। নানা চমকের দীঘি ও ইয়াশ জুটির শেষ চিঠি প্রচার হবে আজ রাত ৯টায়।

‘শেষ চিঠি’র পোস্টার

‘শেষ চিঠি’ নিয়ে দীঘির গল্পটা আরও বাকি আছে। ২০১৯ সালের দিকে প্রথম এই গল্প হাতে পান এই অভিনেত্রী। তখনো সেভাবে ওটিটি দেশের দর্শকদের কাছে আসেনি। তখন থেকেই দীঘি ওটিটির ভীষণ ভক্ত ছিলেন। সেই কারণে সিনেমার নায়িকা হয়েও ওটিটি কাজে তাঁর আগ্রহ ছিল সবচেয়ে বেশি। দীঘি বলেন, ‘আমি চরকিসহ সব ওটিটির ভক্ত। এখানে কাজগুলোকে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই চ্যালেঞ্জিং মনে হয়। সেখানে চরকির মতো একটা বড় প্ল্যাটফর্মে আমার প্রথম কাজ প্রকাশ পাচ্ছে, দর্শক কীভাবে নেবে জানি না। সব সময়ই চাইতাম ওটিটি দর্শকদের কাছে যদি একটা জায়গা করে নিতে পারি, এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো। শুধু এটাই বলব, শাড়ি পরা কর্মঠ এক বউ হিসেবে দর্শক নতুন এক দীঘিকে এবার দেখবেন।’

দীঘি ও ইয়াশ প্রথমবার একসঙ্গে
ছবি: সংগৃহীত

‘মা নাকি স্ত্রী, নাড়ি নাকি নারী, সংসার জীবনের টানাপোড়েনের গল্পে ভালোবাসা কি সত্যই অসহায়?’ এমন ট্যাগ লাইনে চরকির ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ট্রেলার। শাশুড়ি-বউ-ছেলে এ যেন ত্রিভুজ দ্বন্দ্বের মুখোমুখি কোনো গল্প। সেখানে তুলির মুখের সংলাপ, ‘মা যেমন তোমার, তেমনি আমার। একদিন দেখবে বকতে বকতে আমাকে আপন করে নিয়েছে।’ এমন সংলাপে গল্পে গভীরতা আরও বেশি প্রকাশ পায়। জীবনের লুক্কায়িত গল্পটা নতুন করে শুরু হয়। বেশ আগেই অভিনেতা ইয়াশ ওটিটিতে নাম লেখিয়েছেন। তিনি ‘শেষ চিঠি’ নিয়ে বলেন, ‘চরকির সঙ্গে এ পর্যন্ত আমার দুটি কাজ করা হয়েছে। প্রতিটির গল্প ও আমার চরিত্র একদম ভিন্ন ছিল। শেষ চিঠিতেও এর ব্যতিক্রম হয়নি। এখানে আমার যে চরিত্রটা দেখানো হয়েছে, এখানেও একদম ভিন্ন ইয়াশকে দেখবেন দর্শক।’

চরকিতে প্রথমবার নাম লেখালেন প্রার্থনা ফারদিন দীঘি
ছবি: সংগৃহীত

সম্প্রতি চরকি শুরু করেছে চরকি ফ্লিক। স্বল্পদৈর্ঘ্য চিত্রগুলো এখানে দেখানো হবে। গত মাস থেকে প্রচারের পর থেকেই দর্শকদের সাড়া মিলেছে। সুমন ধর জানালেন, এবারের গল্পটিতে দেখা যাবে, তুলি ভালোবেসে ঘর বাঁধে শ্যামলের সঙ্গে। কিন্তু শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে মেনে নেয়নি কখনো। এ টানাপোড়েন চলতে থাকে তুলি-শ্যামলের সংসারে। যা মানবিকভাবে দর্শকদের প্রশ্নের সম্মুখীন করে। শিল্পী হিসেবে দীঘি ছাড়াও এখানে নানা চমক রয়েছে। তিনি আরও বলেন, ‘নির্মাণের সঙ্গে আমি দীর্ঘদিন রয়েছি। সব সময় চেয়েছি ভালো নির্মাণ দিয়ে দর্শকের মন জয় করতে। বর্তমানে পুরো দুনিয়াসহ আমাদের দেশেও ওটিটি এখন বিশাল মার্কেট তৈরি করে ফেলেছে। নতুন ও ভিন্নধর্মী কনটেন্ট দেখার জন্য দর্শক দিন দিন ওটিটির দিকে ঝুঁকছে। আমিও চেষ্টা করেছি শেষ চিঠির মধ্য দিয়ে ওটিটির জন্য নতুন সময় উপযোগী গল্প দেওয়া।’

চরকি ফ্লিক এর একটি দৃশ্যে ইয়াশ রোশান ও সাবেরি আলম
ছবি: সংগৃহীত

দর্শকের জন্য শেষ চিঠি-তে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দুটি গান। আজ বৃহস্পতিবার রাত আটটার পর সময় ইয়াশ-দীঘি অভিনীত চরকি ফ্লিক শেষ চিঠি প্রিমিয়ার হবে। ইয়াশ ও দীঘির পাশাপাশি সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সীসহ অনেকেই অভিনয় করেছেন ফ্লিকটিতে।

‘শেষ চিঠি’-এর টিজার দেখতে পারেন এই লিংকে-https://fb. watch/dlwM 044 D8 c/