সমালোচক পুরস্কার পেলেন যাঁরা

ওয়েব সিরিজ শাখায় ‘মহানগর’–এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আশফাক নিপুন

আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ার পর দেওয়া হয় সমালোচক পুরস্কার। সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা চিত্রনাট্যকার সমালোচক পুরস্কার পেয়েছেন মারুফ হোসেন।

সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা নির্দেশক কিসলু গোলাম হায়দার। সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন মনোজ প্রামাণিক ও তাসনিয়া ফারিণ। চরকির অ্যান্থলজি সিরিজ ‘জাগো বাহে’র ‘বাংকার বয়’–এর জন্য জুরিবোর্ডের বিশেষ পুরস্কার পেয়েছেন পরিচালক সুকর্ণ শাহেদ।

‘খাঁচার ভেতর অচিন পাখি’ চলচ্চিত্রে ফজলুর রহমান বাবু ও তমা মির্জা
চরকির সৌজন্যে

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা পরিচালক (সমালোচক) হয়েছেন এন রাশেদ চৌধুরী (চন্দ্রাবতী কথা)। চরকির আলোচিত চলচ্চিত্র ‘খাঁচার ভেতর অচিন পাখি’র জন্য সেরা অভিনেতা হয়েছেন ফজলুর রহমান বাবু। গত বছরের আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আজমেরী হক বাঁধন। প্রথমবার মনোনয়ন পেয়েই সেরার পুরস্কার পেয়েছেন বাঁধন। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। ওয়েব সিরিজ শাখায় ‘মহানগর’–এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আশফাক নিপুন।

‘রেহানা মরিয়ম নূর’–এর দৃশ্য