কারও মায়া কাটে না, কারও মন মানে না
একটা বেঞ্চি। পাশাপাশি বসে আছেন প্রীতম হাসান ও তানজিন তিশা। একটু দূরত্বে বেঞ্চির এক কোণে বসেছেন পারশা মাহজাবীন। ছবির ক্যাপশনে লেখা, ‘কারও মায়া কাটে না! কারও মন মানে না!’ আজ সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে জাহিদ প্রীতমের ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র নতুন পোস্টার। চরকির এ বিশেষ সিনেমাটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে।
ভালোবাসা আর মমতায় মাখানো রূপকথার ঘুমপরির গল্প। তার যেমন সৌন্দর্য, তেমন সুরেলা কণ্ঠ।
যার মোহাবিষ্টে ঘুমিয়ে পড়ে সবাই। প্রয়োজনে পরির রাজ্য থেকে পৃথিবীতে নেমে আসে ঘুমপরি। তাই রূপকথার ঘুমপরির উপমা দিতে দেখা যায় পৃথিবীতে, যে পাশে থাকলে থাকে প্রশান্তি, থাকে ভালোবাসা।
রূপকথার সেই গল্পের মতো না হলেও ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। ওয়েব ফিল্মটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
চরকি অরিজিনাল ‘কাছের মানুষ দূরে থুইয়া’র তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আবারও ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে যুগল হিসেবে দেখা যাবে প্রীতম-তিশাকে।
চমকের এখানেই শেষ নয়। জুলাই-আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশা মাহজাবীন আছেন ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে। চরকি অরিজিনালটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। নির্মাতা হিসেবে ‘ঘুমপরী’ হতে যাচ্ছে চরকির সঙ্গে তাঁর প্রথম কাজ।
নির্মাতা জাহিদ প্রীতম জানান, ‘ঘুমপরী’ গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে।