কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’
ছবি : চরকির সৌজন্যে

দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার এই সিরিজ গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছে। এতে রাজদাসীদের জীবন ও সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির ৩৩ থেকে ৩৬তম পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।

‘গভীর জলের মাছ’ সিরিজের পোস্টার

গভীর জলের মাছ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ১০ ফেব্রুয়ারি
চার নারীর সংসারের গল্প। তাদের গল্পগুলো আলাদা হলেও কোথাও এসে একসঙ্গে মিশে যায়। একই সঙ্গে দেখা যাবে চার পুরুষের গল্পও। সাহান দত্ত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, তৃণা সাহান, উষসী রায়, অনন্যা সেন, রাজদীপ গুপ্ত প্রমুখ।

‘ফরজি’ দিয়েই ওটিটিতে অভিষেক হয়েছে শহীদের
ছবি : সংগৃহীত

ফরজি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১০ ফেব্রুয়ারি
‘দ্য ফ্যামিল ম্যান’খ্যাত পরিচালক রাজ ও ডিকের নতুন সিরিজ। ক্রাইম ড্রামা ঘরানার সিরিজটি দিয়েই ওটিটিতে অভিষেক হয়েছে শহীদ কাপুরের। চিত্রশিল্পী সানিকে নিয়ে এই সিরিজের গল্প। হঠাৎ নেওয়া এক সিদ্ধান্তে পারিবারিক ছাপাখানায় সে নকল নোট ছাপাতে শুরু করে। দৃশ্যপটে হাজির হয় খ্যাপাটে পুলিশ কর্মকর্তা মাইকেল। শহীদ ছাড়াও সিরিজটির বড় আকর্ষণ দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। এ ছাড়া আছেন রাশি খান্না, কে কে মেনন, অমল পালেকর প্রমুখ।

‘মিরর: আ টেল অব টুইন সিটিজ’–এর পোস্টার

মিরর: আ টেল অব টুইন সিটিজ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: এমএক্স প্লেয়ার
দিনক্ষণ: ১০ ফেব্রুয়ারি
চীনা সিরিজটি গত বছর মুক্তির পর বেশ আলোচিত হয়। এবার এই অঞ্চলের দর্শকের জন্য সিরিজটি নিয়ে এসেছে এমএক্স প্লেয়ার। একটি ফ্যান্টাসি উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির পরিচালক প্যাট্রিক ইউ। অভিনয় করেছেন লি ইফেং, ছেন ইউগি।

‘মার্ভেলস মুন গার্ল অ্যান্ড ডেভিল ডাইনোসর’–এর পোস্টার

মার্ভেলস মুন গার্ল অ্যান্ড ডেভিল ডাইনোসর
ধরন: অ্যানিমেশন সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস
দিনক্ষণ: ১০ ফেব্রুয়ারি
জনপ্রিয় মার্ভেল কমিক বইয়ের চরিত্র মুন গার্ল ও ডেভিল ডাইনোসরকে নিয়ে ১৭ পর্বের অ্যানিমেশন সিরিজ। প্রথম পর্ব মুক্তি পাবে আগামীকাল। সুপারহিরো, অ্যাডভেঞ্চার, মিউজিক্যাল ঘরানার সিরিজটির নির্মাতা লরেন্স ফিসবার্ন ও হেলেন সাগল্যান্ড।

রোমান্টিক ড্রামা সিরিজ ‘লাভ টু হেট ইউ’
ছবি : সংগৃহীত

লাভ টু হেট ইউ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১০ ফেব্রুয়ারি
কিম জং-কন পরিচালিত রোমান্টিক ড্রামাটিতে অভিনয় করেছেন কিম ওক-ভিন, তেও ইয়ো, কিম জি-হুন, গো উন-হি। গল্পটি নবীন এক আইনজীবী ইয়ে মি-রানকে নিয়ে, যে কখনো পুরুষদের কাছে চায় না। অন্যদিকে আছে জনপ্রিয় অভিনেতা কাং, যে নারীদের বিশ্বাস করে না। ঘটনাচক্রে এই দুজন যখন ডেট করে, তখনই জমে ওঠে গল্প।

আরও পড়ুন