কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘দ্য রেড স্লিভ’ গতকাল মুক্তি পেয়েছে চরকিতে
ছবি : চরকির সৌজন্যে

দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ১৭ নভেম্বর
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি–ইন ও সং ইয়ন–হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি কোরীয় ভাষায় মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বরে। সিরিজটি এখন বাংলাতেও দেখা যাবে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে গতকাল রাত আটটায় বাংলায় ডাব করা সিরিজটির প্রথম সাত পর্ব মুক্তি পেয়েছে। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন–হো, লি সি–ইয়ং, কাং হুন প্রমুখ।

‘মুনতাসীর’–এর পোস্টার
ছবি : সংগৃহীত

মুনতাসীর
ধরন: সিনেমা
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: ১৭ নভেম্বর
যৌন হয়রানির শিকার পুরুষদের নিয়ে নিজের প্রথম সিনেমা নির্মাণ করেছেন ইফ্ফাত জাহান। ১৭ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসে ছবিটি মুক্তি দিয়েছেন এই তরুণ নির্মাতা। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, মনোজ প্রামাণিক, এলিনা শাম্মী, ফারহানা হামিদ, ইকবাল হোসেইন প্রমুখ।

নেটফ্লিক্সের সিরিজ ‘১৮৯৯’–এর পোস্টার
আইএমডিবি

১৮৯৯
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৭ নভেম্বর
২০১৭ সালে মুক্তির পর সারা দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায় ব্যারেন বো ওডার ও জান্তজে ফ্রিজের জার্মান সিরিজ ‘ডার্ক’। এই দুই নির্মাতার নতুন সিরিজ ‘১৮৯৯’। মুক্তির আগেই পিরিয়ড মিস্ট্রি-হরর ঘরানার সিরিজটি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। একদল ইউরোপীয় অভিবাসীকে নিয়ে আট পর্বের এ সিরিজটির গল্প—একটি স্ট্রিমারে চড়ে যারা লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে। কিন্তু খোলা সমুদ্রে তাদের যাত্রা দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হয়। সিরিজটিতে অভিনয় করেছেন এমিলি বিচাম, মিগুয়েল বারনারদু, আন্দ্রেয়াস পিচম্যান।

‘সরদার’ সিনেমার পোস্টার
আইএমডিবি

সরদার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আহা
দিনক্ষণ: ১৮ নভেম্বর
গত অক্টোবরে মুক্তির পর তামিল স্পাই অ্যাকশন ছবিটি দুর্দান্ত ব্যবসা করে। এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। দেশদ্রোহিতার অভিযোগ ওঠার পর লাপাত্তা হয়ে যান এক ভারতীয় গুপ্তচর। অনেক পরে তাঁর ছেলেও পুলিশ কর্মকর্তা হন। এক তদন্তে সে জানতে পারে বাংলাদেশের এক কারাগারে বন্দী তাঁর বাবা! পি এস মিতরন পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন কার্থি, রাশি খান্না ও চাঙ্কি পান্ডে।  

তথ্যচিত্র ‘মাস্টার অব লাইট’–এর পোস্টার
আইএমডিবি

মাস্টার অব লাইট
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ১৬ নভেম্বর
মাদক চোরাচালানের দায়ে চিত্রকর জর্জ অ্যান্থনিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কারাগারে দশ বছর কাটাতে হয়। এক দশক পরে নিজের শহরে ফিরে শুরু করেন পরিবারের সদস্যের ছবি আঁকা। যা তাঁকে মনে করিয়ে দেয় অতীতের অনেক গল্প। সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে প্রিমিয়ার হওয়া তথ্যচিত্রটি পরিচালনা করেছেন রোসা রুথ বোস্তেন।

`ওয়ান্ডার ওমেন' সিনেমার পোস্টার
ছবি : সংগৃহীত

ওয়ান্ডার ওমেন
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ১৮ নভেম্বর
‘বেঙ্গালুর ডেজ’খ্যাত মালয়ালম পরিচালক অঞ্জলি মেননের ছবি। ইংরেজিতে তৈরি এ ছবিটি সরাসরি ওটিটিতে মুক্তি পাবে। তবে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায়ও ছবিটি দেখা যাবে। অন্তঃসত্ত্বা পাঁচ নারীকে নিয়ে ছবির গল্প, যারা মাতৃত্বকালীন এক কর্মশালায় যোগ দেয়। এরপর ঘটতে থাকে অনেক ঘটনা। ছবিটিতে অভিনয় করেছেন নিত্যা মেনন, পার্বতী থিরুভোথু, পদ্মাপ্রিয়া প্রমুখ।

আরও পড়ুন