ডেমির তৃতীয় অধ্যায়

ডেমি লোভাটো
ইনস্টগ্রাম

গায়িকা হিসেবে পরিচিতি পেলেও শুরুটা কিন্তু অভিনয় দিয়েই হয়েছিল। শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি সিরিজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ডেমি লোভাটো। পরে বড় হয়ে গানে চলে যান। এবার শুরু হচ্ছে ডেমির তৃতীয় অধ্যায়—পরিচালনা। মার্কিন চলচ্চিত্রবিষয়ক সাময়িকী হলিউড রিপোর্টার জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম হুলুর একটি তথ্যচিত্র দিয়ে পরিচালনায় অভিষেক হবে তাঁর।

শিশু বয়সেই তারকাখ্যাতি পেয়েছিলেন বলে অনেক দিন পর্যন্ত ডেমি লোভাটোর নামের আগে ‘চাইল্ড স্টার’ তকমা ব্যবহার করত সংবাদমাধ্যম। কাকতালীয়ভাবে যে তথ্যচিত্র দিয়ে পরিচালনায় তাঁর অভিষেক হচ্ছে, সেটির নামও ‘চাইল্ড স্টার’।

ডেমি লোভাটো
ইনস্টগ্রাম

এটি লোভাটোর সঙ্গে যৌথভাবে পরিচালনা করবেন নিকোলো মার্শ। তথ্যচিত্রটি ২০২৪ সালে মুক্তি পাবে। এতে সাবেক শিশু তারকাদের জীবনের উত্থান-পতন তুলে ধরা হবে। অতি অল্প বয়সে পাওয়া খ্যাতি তাঁদের ওপর কী প্রভাব ফেলেছে, সেটিও দেখানো হবে—যাঁদের মধ্যে ডেমি লোভাটো নিজেও থাকবেন।

প্রজেক্টটি সম্পর্কে ৩০ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমার অভিষেকের জন্য এর চেয়ে ভালো কোনো গল্প হতেই পারত না। গল্পটি আমার খুব কাছের। প্রজেক্টটি অল্প বয়সে খ্যাতি পাওয়ার পর নিজেকে রক্ষা করা, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। এ ধরনের প্রজেক্টে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। একই সঙ্গে শৈশবে তারকাখ্যাতি পাওয়া অনেকের রোমাঞ্চকর গল্প শুনতেও তর সইছে না।’

তথ্যচিত্রটি নিয়ে হুলুর প্রতিনিধি বেলিসা বালাবান বলেন, ডেমির ব্যক্তিগত অভিজ্ঞতা এই তথ্যচিত্র নির্মাণে কাজে লাগবে। শৈশবে মহাতারকা হওয়ার প্রতিশ্রুতি দেওয়া ডেমি লোভাটো বড় হয়ে যত দূর যাওয়ার কথা ছিল, তত দূর যেতে পারেননি।

আরও পড়ুন

যার অন্যতম কারণ মাদকাসক্তি। সেটা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকবার তাঁকে পুনর্বাসনকেন্দ্রে কাটাতে হয়েছে, একবার তো মাত্রাতিরিক্ত মাদক নিয়ে মরতেও বসেছিলেন।