প্রকাশ্যে ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার, দেখা পাওয়া গেল অভিনেতা ফারুকীর

‘অটোবায়োগ্রাফি’ সিনেমার একটি দৃশ্যে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীছবি : ফারুকীর ফেসবুক

অভিনয় করছেন মোস্তফা সরয়ার ফারুকী—‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ নিয়ে আগ্রহের জন্য একটি তথ্যই যথেষ্ট। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অরিজিন্যাল ফিল্মটির ঘোষণার পর থেকেই দর্শক অপেক্ষায় ছিলেন অভিনেতা ফারুকীকে দেখার জন্য। অবশেষে দেখা গেল পর্দায় ফারুকীর ঝলক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার। অভিনয়ের সঙ্গে সিনেমাটি পরিচালনাও করেছেন ফারুকী।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন দুটি সিনেমা। কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় ফারুকীর প্রথম সিনেমা ‘মনোগামী’র।

‘অটোবায়োগ্রাফি’ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা
ছবি : ফারুকীর ফেসবুক

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ ফারুকী পরিচালিত আরেকটি সিনেমা।
আজ মুক্তি পাওয়া ১ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পের ঝলক। তাঁদের সম্পর্কের নানা চড়াই-উতরাই থেকে পরিণয় যে সিনেমাটিতে থাকবে, এমন আভাস মিলেছে ট্রেলারে।

আরও পড়ুন

এর আগে অটোবায়োগ্রাফি’ নিয়ে পরিচালক বলেছিলেন, ‘আমি নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি—এসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজ কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব থাকলেও তিশা আমাকে একটা কথা বলে আমার সংশয় দূর করে দেয়। ও বলে, “এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!”’

প্রথমবার ক্যামেরার সামনে কাজ করে কেমন লেগেছে, জানতে চাইলে ফারুকী বলেন, ‘অভিনয় তো একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরও ভালনারেবল ব্যাপার, যেখানে নিজের জীবনও কোনো না কোনো আঙ্গিকে লুকিয়ে আছে। তবে শুটিং শুরু হয়ে যাওয়ার পর তেমন কোনো আলাদা অনুভূতিই হয়নি। মনে হয়েছে, এটা তো স্বাভাবিক। শুধু একটা জিনিস অবশ্য আলাদা ছিল—শটের সময় মনিটরে থাকা হতো না। আমার ছোট ভাই কিবরিয়া মনিটরে থাকত। আর আমি শট শেষে গিয়ে প্লেব্যাক করতাম।’

চলতি মাসেই ‘অটোবায়োগ্রাফি’র প্রিমিয়ার হবে বুসান চলচ্চিত্র উৎসবে। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগ ‘জিসোক’-এ নির্বাচিত হয়েছে সিনেমাটি।

বুসান চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়ার ও উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মিডিয়াস্টারের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারায়েফ আয়াত হোসেন, চরকির সিইও রেদওয়ান রনি, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশাকে।