নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির অপূর্ব

ইউএনওর ভূমিকায় জিয়াউল ফারুক অপূর্বদীপ্ত টিভির সৌজন্যে

‘শুধু প্রেমে নয়, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সেই দেশপ্রেমের প্রমাণ দেখাতে দীপ্ত প্লের পর্দায় হাজির অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গতকাল থেকে ওটিটি প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’।

যেখানে একটি উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তার চরিত্রে দেখা গেল সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখা যাবে ফিল্মটিতে।

দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী, প্রধান চরিত্রের অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব

গত শনিবার সন্ধ্যায় ছিল ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের নতুন ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’-এর প্রিমিয়ার। রাজধানীর দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী, হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম। এ ছাড়া ছিলেন ওয়েব ফিল্মটির পরিচালক সৈয়দ শাকিল, রচয়িতা মেজবাহ উদ্দিন সুমন, প্রধান চরিত্রের অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকেই।

আরও পড়ুন

আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। সৈয়দ শাকিল বলেন, ‘আমার জানা মতে, প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী–কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি, কাজটা দর্শকদের ভালো লাগবে।’

প্রিমিয়ারে নানা প্রসঙ্গে কথা বলেন অপূর্ব। অনেকের ধারণা, তিনি কেবল একই ধরনের চরিত্রে অভিনয় করেন। এ প্রসঙ্গে এই তারকা বলেন, অপূর্ব কেবল একই ধাঁচের গল্পে-চরিত্রে কাজ করেন। প্রসঙ্গটি নিয়ে তিনি বলেছেন, ‘এটা ভুল ধারণা। যারা আমার পুরোনো দর্শক, ইউটিউব আসার আগে আমার নাটক দেখেছে, তারা জানে আমি কত ব্যতিক্রম চরিত্রে কাজ করেছি।’

‘ইউএনও স্যার’ ফিল্মে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এই তরুণ তারকার সঙ্গে আরও কয়েকটি কাজ করেছেন তিনি। চেষ্টার মাধ্যমে নতুন থেকে ভালো জায়গা করে নেওয়া ইতিবাচক বলেই মনে করেন এই অভিনেতা।
পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইউএনও স্যার’। অপূর্ব, তটিনী ছাড়াও এই ফিল্মে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভূঁইয়াসহ আরও অনেকে।