কবে আসবে ‘কারাগার’-এর দ্বিতীয় পর্ব
১৮ আগস্ট রাতে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘কারাগার–পার্ট ওয়ান’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন সিরিজের পরিচালক, পাত্রপাত্রীরা। সবাই বলছেন, আগে টিজার ও ট্রেলার দিয়ে ‘কারাগার’ যে আগ্রহ তৈরি করেছিল, প্রথম কিস্তি দেখার পর সেটা বেড়ে গেছে। সবারই আগ্রহ, কবে আসবে দ্বিতীয় কিস্তি। প্রথম পর্বের শেষে এমন এক চমক রাখা হয়েছে, দর্শকদের দ্বিতীয় পর্ব দেখতে তর সইছে না। অনেকে আবার দ্বিতীয় পর্বে গল্প কোন দিকে মোড় নিতে পারে, তা নিয়ে নিজের মতো করে নানা ধরনের থিওরি দিচ্ছেন।‘কারাগার’-এর গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মিরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। সেই জট খুলতে দ্বিতীয় পর্ব দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা।
‘কারাগার’ মুক্তির আগে সিরিজের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী প্রথম আলোকে জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তাঁরা। প্রথমটি মুক্তির পর তাড়াতাড়িই আসবে দ্বিতীয়টি। ‘কারাগার’ পরিচালনা করেছেন দুই বছর আগে হইচইয়ে মুক্তি পাওয়া হিট সিরিজ ‘তাকদীর’ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ‘কারাগার’-এ দ্বিতীয় পর্ব মুক্তি প্রসঙ্গে তিনি প্রথম আলোকে জানান, সেপ্টেম্বরের শুরু থেকে পোস্টপ্রোডাকশনের কাজ শুরু করবেন। শেষ করতে মাসখানেক লাগতে পারে।
সিরিজে রহস্যময় সেই কয়েদির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, যিনি সংলাপ ছাড়াই মুখভঙ্গি দিয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তিনি সেই কারাগারে কোথা থেকে, কীভাবে এলেন, সেই প্রশ্নও ঘুরেফিরে জেঁকে ধরেছে দর্শকদের। সত্যিই কি তিনি মিরজাফরের হত্যাকারী?
দর্শকদের বহুচর্চিত এসব প্রশ্ন নিয়ে পরিচালক জানিয়েছেন, সব প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় পর্বে। সেই সঙ্গে প্রথম পর্বের কম গুরুত্বপূর্ণ চরিত্রগুলো দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শাওকী বলেন, ‘প্রথম পর্বে গল্পের চরিত্রগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে দর্শকেরা বুঝতে পারবেন। কারণ, প্রথম পর্বেই ধারণা দেওয়া আছে। প্রথম পর্বের শূন্যস্থানগুলো কানেক্ট করতে পারবে তাঁরা। প্রথম পর্ব দেখার পর যেসব প্রশ্ন জেগেছে, দ্বিতীয় পর্বে সেগুলোর উত্তর মিলবে।’
এর আগে দেওয়া আরেক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, দর্শকের মনে যে সব প্রশ্ন জেগেছে, সিরিজের ট্রেলারেই সেগুলোর উত্তর দেওয়া আছে। সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।