হইচইয়ে মুক্তি পেল ‘আয়নাবাজি’

‘আয়নাবাজি’ সিনেমার দৃশ্য। ছবি : হইচই

অবশেষে ওটিটিতে মুক্তি পেল অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’। আজ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে বলে প্ল্যাটফর্মটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চঞ্চল চৌধুরী অভিনীত চলচ্চিত্রটি ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যা দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। চঞ্চল চৌধুরী তাঁর অসাধারণ অভিব্যক্তি ও বহুমুখী চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেন দর্শকদের।

আরও পড়ুন

অভিনয়শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্রটির গল্প ও সিনেমাটোগ্রাফি সব ধরনের দর্শকের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিল।

পরে সিনেমাটি সাত শাখায় বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। চলচ্চিত্রটির ডিজিটাল রিলিজে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘“আয়নাবাজি” আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এখন এটি হইচইয়ের সিনেমাপ্রেমী দর্শকেরা দেখতে পারবেন।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘সিনেমাটিতে আয়না চরিত্রে পা রাখার মুহূর্ত থেকেই আমি জানতাম, এ সিনেমা ইতিহাস তৈরি করবে।’