নীরবতা ভাঙলেন ক্লেয়ার
বিনোদন-দুনিয়ায় পারিশ্রমিকের বৈষম্য নতুন কিছু নয়। আগেও অনেক নারী অভিনয়শিল্পী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন; জানিয়েছেন, পুরুষ শিল্পীদের তুলনায় তাঁদের পারিশ্রমিক কম। এবার বললেন ক্লেয়ার ফয়। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য ক্রাউন’-এ রানি দ্বিতীয় এলিজাবেথের তরুণ বয়সের চরিত্র করে প্রশংসিত হয়েছিলেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী অভিনেত্রী অভিযোগ করেছেন, সিরিজটিতে ম্যাট স্মিথের চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ক্লেয়ার ফয় বলেন, ‘আমি ধাক্কা খেয়েছিলাম, বলব না, তবে খুব হতাশ হয়েছিলাম। এমন নয় যে কেঁদেকেটে একাকার করেছি, তবে ভীষণ ভেঙে পড়েছিলাম।’
সাক্ষাৎকারে ক্লেয়ার আরও বলেন, ‘আমি সত্যি সত্যি এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। এখানে অনেক প্রতিভাবান তারকা শিল্পী তৈরি হয়েছে। এই জগতে দারুণ সব মানুষ আছে। তবে কিছু বিষয় হয়তো আপনি শোনেন, কিছু আপনার নিজের সঙ্গেও হয়। তখন মনে হয়, এটা আমি কী করছি? কেন করছি? মনে হয়, আমার আর এই কাজ করা উচিত কি না।’ পারিশ্রমিকের বৈষম্যের মতো ঘটনা তাঁর হৃদয় ভেঙে দেয় বলেও মন্তব্য করেন ক্লেয়ার ফয়।
পারিশ্রমিকের বৈষম্য নিয়ে ক্লেয়ার ফয়ের এ মন্তব্য এমন এক সময় এল, যখন একই বিষয়ে মার্কিন অভিনেত্রী মিশেল উইলিয়ামসের বক্তব্য নিয়ে তোলপাড় বিনোদন–দুনিয়া। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’-এর কিছু দৃশ্য আবার শুট করতে হয়। এ জন্য মার্ক ওয়ালবার্গ পান ১৫ লাখ ডলার, বিপরীতে মিশেল উইলিয়ামস পান ১ হাজার ডলারের কম!
২০১৬ ও ২০১৭ সালে ‘দ্য ক্রাউন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন ক্লেয়ার ফয়। ২০২০ ও ২০২২ সালে প্রচারিত সিজনগুলোতেও ছিল স্বল্প সময়ের উপস্থিতি।