ফারিণের সমীকরণ মিলবে কবে

তাসনিয়া ফারিণ। ছবি: খালেদ সরকার
১৮ জানুয়ারি বঙ্গতে মুক্তি পায় ওয়েব ফিল্ম ‘অসময়’। কাজল আরেফিন অমির এই ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তাসনিয়া ফারিণ। এই সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী এখন ব্যস্ত ভালোবাসা দিবসের নাটকের শুটিংয়ে। নতুন ওয়েব ফিল্ম, নাটকসহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন

‘অসময়’ মুক্তির ১০ দিন পেরিয়ে গেছে। ফেসবুকে নাটক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ওয়েব ফিল্মটি নিয়ে এখনো আলোচনা চলছে। ফিল্মটির জন্য প্রায় অভিনয়শিল্পীই প্রশংসা পাচ্ছেন। কথা হচ্ছে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তাসনিয়া ফারিণকে নিয়ে। তিনি বললেন, ‘“অসময়” সরলরেখার চলা একটি গল্প, আমাদের আশপাশের গল্প। এখন আমরা যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেটারই একটা খণ্ডচিত্র এটি। এ কারণে দর্শকেরা অনেক বেশি কানেক্ট করতে পেরেছেন। প্রিমিয়ার শেষে সবার কাছ থেকে তেমন প্রতিক্রিয়া পেয়েছি। অনেকে তো এ-ও বলছেন—সুসময়ে বন্ধু সবাই, দুঃসময়ে নয়—সিনেমাটিতে এই প্রবাদের সুন্দর উপস্থাপন হয়েছে।’

তাসনিয়া ফারিণ। ছবি: খালেদ সরকার

নারীকেন্দ্রিক গল্প, ভিন্ন উপস্থাপন
সাত বছরের অভিনয়জীবনে ফারিণ অনেক ধরনের গল্পে কাজ করেছেন। এর মধ্যে নারীকেন্দ্রিক গল্পও ছিল। অসময়ও নারীকেন্দ্রিক গল্প মনে করছেন ফারিণ। তবে উপস্থাপন ভিন্ন রকম। অভিনয়জীবনের শুরুতে পরিচালক কাজল আরেফিন অমির ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করেন তিনি। যেটিকে তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করছেন ফারিণ। এরপর বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করলেও অসময় দিয়ে নিজেকে নতুনভাবে সবার সামনে উপস্থাপন করলেন বলেও মনে করছেন তিনি। ফারিণ বললেন, ‘বাংলাদেশে নারীকেন্দ্রিক গল্পগুলো গুরুগম্ভীরভাবে উপস্থাপন করা হয়। বেশির ভাগ নাটক বা ফিল্মে দেখি, প্রথমে নারী ভেঙে পড়বে, এরপর প্রতিবাদী হয়ে উঠবে—এই একটা ফরম্যাটে আটকা ছিল।

আরও পড়ুন

দর্শক তাই দেখতে চাইছিলেন না। প্রযোজকদের প্রায়ই বলতে শুনেছি, নারীকেন্দ্রিক গল্পের ভিউ হয় না। দর্শক দেখতে চান না। ঠিক এই সময়ে এ ধরনের কাজ (‘অসময়’) খুব বেশি দরকার ছিল। এটা একটা মেয়ের জার্নির গল্প, কিন্তু উপস্থাপনটা এমনভাবে করছে, মনেই হবে না সেই ফরম্যাটের গল্প। এ ধরনের গল্প দর্শক যত বেশি দেখবেন, আরও বেশি ভালো গল্পে কাজ করার সুযোগ তৈরি হবে।’

সিনেমা করবেন, তবে...
অভিনয়জীবনের শুরুতে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ফারিণ। ‘ফাতিমা’ নামের সেই ছবি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের মূল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান পরিচালক ধ্রুব হাসান। ‘ফাতিমা’ ছবিতে কাজ করার ছয় বছর পেরিয়েছে। এর মধ্যে ফারিণের জনপ্রিয়তাও বেড়েছে।

ওয়েব ফিল্ম ‘অসময়’ এর পোস্টার
পরিচালকের সৌজন্যে

অভিষেক ঘটেছে কলকাতার চলচ্চিত্রে। কলকাতার আরও একটি চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা যেকোনো সময় আসতে পারে। দেশের একাধিক নির্মাতা ফারিণকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী। ফারিণও চাইছেন বড় পর্দায় কাজ করতে। কিন্তু ব্যাটে-বলে মিলছে না। ফারিণ বললেন, ‘দেশের ছবিতে আমাকে কবে দেখা যাবে, এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয়। কিন্তু চলচ্চিত্রের কাজটি যদি আমার ওটিটির কাজকে অতিক্রম করতে না পারে, তাহলে কী লাভ। সবাই যাতে মনে রাখেন, সে রকম কাজ দিয়ে শুরু করতে চাই। সত্যি বলতে, সবকিছু ছাপিয়ে যাওয়ার মতো কাজের প্রস্তাব এখনো পাইনি।’ কথায় কথায় ফারিণ জানিয়ে রাখলেন, এরই মধ্যে ১০টির মতো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সব সমীকরণ মিলিয়ে ভেবেচিন্তে পা ফেলতে চান।

নতুন পরিচয়ে
চরকি অরিজিনালস ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় দিয়ে আলোচনায় আসেন নাটকের অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। এরপর তাঁকে আরও কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজে দেখা গেছে। গত বছর তাঁর গানের প্রতিভা সামনে আসে। হারমোনিয়াম বাজিয়ে তাঁর গাওয়া ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী...’ গানটির ভিডিও ফেসবুকে সাড়া ফেলে। গানের প্রসঙ্গে উঠতেই সরাসরি কিছু না বলে ফারিণ বললেন, ‘একটা সুযোগ এসেছে। ভক্তদের জন্য এটা চমক হবে। চলতি বছরই সবাই এটা জানতে পারেন। এর বেশি বলতে চাই না।’

ভালোবাসা দিবসে ছয় নাটক
গত বছর থেকে ওটিটির পাশাপাশি নাটকেও দেখা যাচ্ছে ফারিণকে। জানালেন, ভালোবাসা দিবসের ছয়টি নাটকে পাওয়া যাবে তাঁকে। ‘নাটকের কাজ আগের চেয়ে অনেক কমিয়েছি। সময় নিয়ে ভালো গল্প, পছন্দসই চরিত্র ও পরিচালক না হলে কাজ করি না। আরও কয়েক দিন ভালোবাসা দিবসের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকব,’ বললেন ফারিণ।