স্বপ্নের আরও কাছে প্রিয়ন্তী

মডেলিং থেকে টিভি নাটক, ওয়েব সিরিজ থেকে সিনেমা—মাত্র তিন বছরের ক্যারিয়ারে সব পর্দা ঘুরে এবার বড় পর্দায় আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।

প্রিয়ন্তী উর্বীছবি: প্রথম আলো

চরকির অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্ত’র ‘কোথায় পালাবে বলো রূপবান’ পর্বে রূপবান চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন প্রিয়ন্তী। গত বছরের মাঝামাঝির এই সিনেমা দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছে তাঁর।
এর আগে বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন প্রিয়ন্তী, কয়েকটি টিভি নাটকও করেছেন। তবে পায়ের তলায় তখনো মাটি খুঁজে ফিরছিলেন তিনি। হাওয়া নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘কোথায় পালাবে বলো রূপবান’-এ পুনর্জন্ম ঘটেছে প্রিয়ন্তীর।
চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি, প্রিয়ন্তীর ক্যারিয়ারের খোলনলচে দিয়েছে রূপবান। দেড় বছরের ব্যবধানে ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’-এর মতো আলোচিত সিনেমা-সিরিজে পাওয়া গেছে তাঁকে।

প্রিয়ন্তী উর্বী
ছবি: অভিনেত্রীর সৌজন্যে

গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ন্তী উর্বী বলেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় কাজ ‘কোথায় পালাবে বলো রূপবান’। রূপবান চরিত্র ধারণে প্রায় দুই মাস নিজেকে আলাদা রেখেছিলেন তিনি। তাঁর ভাষ্যে, ‘রূপবান চরিত্রের প্রতি অন্য রকম ভালোবাসা কাজ করে। “কোথায় পালাবে বলো রূপবান” মুক্তির পর থেকে নির্মাতারা আমাকে নারীপ্রধান সিনেমায় ভাবতে শুরু করেছেন। এই মুহূর্তে একাধিক নারীপ্রধান চলচ্চিত্রে কাজ করছি।’

প্রথমবার খল চরিত্রে
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের অরিজিনাল সিনেমা ‘অপলাপ’-এ খল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী। মোহাম্মদ আলী পরিচালিত সিনেমাটি গত ২৯ আগস্ট মুক্তি পেয়েছে। এতে প্রিয়ন্তীর অভিনয় নিয়ে প্রশংসা করছেন দর্শকেরা। খল চরিত্রে অভিনয় নিয়ে প্রিয়ন্তী বলেন, ‘সব ধরনেরই চরিত্রই করা উচিত। আমি সব সময়ই গল্পকে প্রাধান্য দিয়েছি। এত দিন নায়িকার চরিত্রই করছি, একটু আলাদা চরিত্রও করতে চাই।’

প্রিয়ন্তী উর্বী
ছবি: অভিনেত্রীর সৌজন্যে

ঢাকাই সিনেমায় নায়িকাকে বরাবরই ইতিবাচক চরিত্রে তুলে ধরা হয়। তবে সেটা মানতে নারাজ প্রিয়ন্তী, খল চরিত্র নিয়ে নিজের ভাবনা পরিষ্কার করে বললেন, ‘নায়িকাদের কেন সব সময় ইতিবাচক মানসিকতারই হতে হবে, নায়িকারা নেতিবাচক মানসিকতার হতে পারে না? গল্পে আমি নায়িকাই, কিন্তু খল চরিত্র করছি। ভবিষ্যতেও নেতিবাচক চরিত্র পেলে আমি অবশ্যই করব।’

মন মজেছে ওটিটিতে, লক্ষ্য বড় পর্দা
‘এখন প্রচুর নাটকের প্রস্তাব আসে। তবে নাটক কম করতে চাই। কারণ, নাটকে অভিনয়ের জন্য সময় কম যাওয়া যায়, ওটিটিতে সময় পাওয়া যায়। আপাতত ওটিটি নিয়েই পরিকল্পনা করছি,’ বলেন প্রিয়ন্তী। বায়োস্কোপের একটি সিরিজ, নির্মাতা কৌশিক শঙ্কর দাশের ওয়েব সিনেমা ‘দাফন’ করেছেন প্রিয়ন্তী। পাশাপাশি দীপ্ত প্লের আরেকটি সিনেমাসহ বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন তিনি।

প্রিয়ন্তী উর্বী
ছবি: অভিনেত্রীর সৌজন্যে

ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো বেশ উপভোগ করছেন প্রিয়ন্তী। তবে নিজেকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। ‘নিজেকে হলে দেখার অন্য রকম আনন্দ আছে, সেটা টিভিতে দেখলে হবে না। আমাদের তিন বোনকে মা–বাবা বিভিন্ন উৎসবে হলে সিনেমা দেখাতেন। সিনেমা দেখেই সিনেমা হলে নিজেকে দেখার স্বপ্ন দেখেছি,’ বলেন প্রিয়ন্তী।

নির্মাতা সজল এ আজাদের ‘সিটি গোল্ড’ নামে একটি সিনেমা করেছেন তিনি, সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই বড় পর্দায় আসছেন তিনি। এতে মফস্‌সলের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যাকে নিয়েই সিনেমার গল্প আবর্তিত হয়েছে।

প্রিয়ন্তী উর্বী
ছবি: অভিনেত্রীর সৌজন্যে

বাণিজ্যিক সিনেমার বাইরে বিকল্প ধারার সিনেমা নিয়েই বেশি আগ্রহী তিনি। ‘মনপুরা’, ‘দেবী’র মতো সিনেমা আমাকে বেশি টানে। ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সটিম’-এর মতো সিনেমা হলে বাণিজ্যিক সিনেমাও করব। কিন্তু কোনো কারণ ছাড়াই নায়ক-নায়িকা নাচতেছে, রিকশাওয়ালার সঙ্গে বড়লোকের প্রেম—এ ধরনের সিনেমা করতে চাই না।’
সাইফুল মান্নুর সিনেমা ‘অনাবৃত’ গত বছর দৃশ্যধারণ শেষ করেছেন, জুন নামে আরেকটি সিনেমা করেছেন তিনি। এর আগে ক্যারিয়ারের শুরুতে রায়হান রাফীর ‘স্বপ্নবাজি’ নামে একটি সিনেমায় কাজ করেন তিনি, তবে সিনেমাটি আর আলোর মুখ দেখেনি।

মডেলিং থেকে অভিনয়ে
২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন উর্বী। ২০২০ সালের শেষভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এ পর্যন্ত ২০টির বেশি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান। ২০২২ সালে চরকির এই মুহূর্তের ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে নাম লেখান।

প্রিয়ন্তী উর্বী
ছবি: অভিনেত্রীর সৌজন্যে

অভিনেতা শহীদুজ্জামান সেলিমের ভাগনি প্রিয়ন্তী, মামাকে দেখেই অভিনয়ে আগ্রহী হন তিনি। এর বাইরে প্রিয়ন্তীর প্রিয় শিল্পীদের তালিকায় রয়েছেন শাহরুখ খান ও অপি করিম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক করেছেন তিনি, অভিনয়কেই পেশা হিসেবে নিতে চান। পাশাপাশি টুকটাক ব্যবসা করতে চান। অভিনয়ের ক্ষেত্রে বরাবরই মা–বাবার সমর্থন পেয়েছেন প্রিয়ন্তী।

আরও পড়ুন