‘শরীর মাউন্ট ফুজি আগ্নেয়গিরির মতো’, ট্রেলার দিয়েই আলোচনায় এই হিন্দি ছবি

‘লাস্ট স্টোরিজ ২’–এর অভিনয়শিল্পীরা
ছবি : নেটফ্লিক্স

যৌনতার নানা দিক নিয়ে নির্মিত অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পরই প্রশংসা পায়। ২০১৮ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের ছবিটিতে ছিল অনুরাগ কাশ্যপ, যোয়া আখতার, দিবাকর ব্যানার্জি ও করণ জোহরের চারটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। পাঁচ বছর পর আসছে ছবিটির সিকুয়েল ‘লাস্ট স্টোরিজ ২’। সংলাপের কারণে আজ মুক্তির পর থেকেই আলোচনায় ছবিটির ট্রেলার।

‘লাস্ট স্টোরিজ ২’-তে আছেন আর বালকি, কঙ্কণা সেনশর্মা, অমিত রবীন্দ্রনাথ ঠাকুর ও সুজয় ঘোষ।

আরও পড়ুন

অভিনয়শিল্পী হিসেবে আছেন নীনা গুপ্ত, কাজল, তামান্না ভাটিয়া, তিলোত্তমা সোম, বিজয় ভার্মা প্রমুখ।

‘লাস্ট স্টোরিজ ২’–এর পোস্টার
ইনস্টাগ্রাম থেকে

আজ মুক্তির পর নীনা গুপ্তর একটি সংলাপ নিয়ে আলোচনায় ছবিটি।

‘লাস্ট স্টোরিজ ২’-এ দাদির চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্ত। ট্রেলারে যৌনতা নিয়ে নাতনির (ম্রুণাল ঠাকুর) উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘শরীর হলো মাউন্ট ফুজি আগ্নেয়গিরির মতো।’

এ ছাড়াও ট্রেলারে দেখা গেছে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার রসায়ন। এ ছবির শুটিং করতে গিয়েই প্রেমে পড়েছেন তাঁরা।

ম্রুণাল ঠাকুর
ইনস্টাগ্রাম থেকে

কিছুদিন আগে তামান্না জানিয়েছেন, পুরো ক্যারিয়ারে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করলেও ‘লাস্ট স্টোরিজ ২’-এর জন্য নিয়ম ভেঙেছেন তিনি। তামান্না ও বিজয় জুটিকে দেখা যাবে সুজয় ঘোষের ছবিতে।

‘লাস্ট স্টোরিজ ২’ নেটফ্লিক্সে মুক্তি পাবে ২৯ জুন। এর আগে ‘লাস্ট স্টোরিজ’ ৭৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে দুটি মনোনয়ন পেয়েছিল। দ্বিতীয় কিস্তি কেমন করে, সেটাই এখন দেখার অপেক্ষা।

‘লাস্ট স্টোরিজ ২’–এর পোস্টার
ইনস্টাগ্রাম থেকে