ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন

‘ভাইকিংস: ভালহালা’র দৃশ্য। ছবি: আইএমডিবি
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

পারিয়া
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
তথাগত মুখোপাধ্যায়ের এই অ্যাকশন থ্রিলার সিনেমা চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসিত হয়।

এবার সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। রাস্তার কুকুরদের প্রতি সংবেদনশীল হওয়ার বার্তা দিয়ে নির্মিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। আরও দেখা গেছে অঙ্গনা রায়, অম্বরীশ ভট্টাচার্য, লোকনাথ দে, সৌম্য মুখোপাধ্যায় প্রমুখকে।

ভাইকিংস: ভালহালা ৩
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তির পর ঐতিহাসিক ড্রামা সিরিজটি জনপ্রিয়তা পায়। গত বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে সিরিজটির তৃতীয় ও শেষ মৌসুম।

‘ভাইকিংস: ভালহালা’র দৃশ্য। ছবি: আইএমডিবি

আলোচিত সিরিজ ভাইকিংস-এর প্রেক্ষাপটের এক শ বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নতুন সিরিজটি। জেব স্টুয়ার্টের সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্যাম কোরলেট, ফ্রিদা গোস্তাভসন, ব্রাডলি ফ্রিগার্ড প্রমুখ।

‘শোটাইম’ সিরিজের পোস্টার। আইএমডিবি

শোটাইম
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
মিহির দেশাই ও আর্চিত কুমার পরিচালিত ড্রামা সিরিজটির প্রথম চার পর্ব মুক্তি পায় গত মার্চ মাসে। গত বৃহস্পতিবার রাতে এসেছে বাকি পর্বগুলো। তারকাবহুল এ সিরিজে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, ইমরান হাশমি, মৌনি রায়, শ্রিয়া স্মরণ, বিজয় রাজ প্রমুখ। বলিউডের পর্দার আড়ালের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।

পিল

ধরন: সিরিজ

স্ট্রিমিং: জিও সিনেমা

দিনক্ষণ: চলমান

রাজকুমার গুপ্তর এই সিরিজ নির্মিত হয়েছে ভারতের নকল ওষুধ প্রস্তুতকারক চক্রকে নিয়ে। সিরিজটি দিয়েই ওটিটিতে অভিষেক হয়েছে রিতেশ দেশমুখের। মুক্তির পর থেকে এ সিরিজে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন তিনি। রিতেশ ছাড়া সিরিজটিতে আরও আছেন পবন মালহোত্রা, হানিশ কৌশল প্রমুখ।

সানি

ধরন: সিরিজ

স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস

দিনক্ষণ: চলমান

মার্কিন ডার্ক কমেডি সিরিজটি ১০ জুলাই মু্ক্তি পেয়েছে। সিরিজটির গল্প এক নারীকে নিয়ে। উড়োজাহাজ দুর্ঘটনায় যার স্বামী ও সন্তান নিখোঁজ। একটি রোবট উপহার পাওয়ার পর শুরু হয় তার নতুন জীবন। কেটি রবিনসের এ সিরিজে অভিনয় করেছেন রাশিদা জোন্স, জোয়ানান সোটোমুরা প্রমুখ।

৩৬ ডেজ

ধরন: সিরিজ

স্ট্রিমিং: সনি লিভ

দিনক্ষণ: চলমান

‘৩৬ ডেজ’–এ নেহা শর্মা। আইএমডিবি

ফারাহ নামের এক তরুণীকে গোয়ার এক বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। কে খুন করল তাকে? এমন প্রেক্ষাপটে প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত হয়েছে এই ক্রাইম থ্রিলার সিরিজ। বিশাল ফড়িয়া পরিচালিত সিরিজটিতে