কাজিনদের বন্ধুত্বের গল্প

চরকি অরিজিনাল সিনেমা ‘পুনর্মিলনে’ -এ জুটি হিসেবে আত্মপ্রকাশ ঘটছে সিয়াম-ফারিণেরছবি: চরকির সৌজন্যে

‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না, সেটা হলো কাজিনদের বন্ধুত্বের গল্প। এবার আমার গল্প হলো কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে,’ চরকি অরিজিনাল ‘পুনর্মিলনে’ নিয়ে এভাবেই বলছিলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। আগে একই প্ল্যাটফর্মের জন্য ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ২০’ সিনেমা বানিয়ে প্রশংসা পেয়েছেন আরিয়ান। এবার তিনি আসছেন পুনর্মিলনে। কাজিনদের (খালাতো, মামাতো, চাচাতো ও ফুফাতো ভাই-বোনেরা) বন্ধুত্বের গল্পে সিনেমাটি আজ মুক্তি পাবে চরকিতে।

আরও পড়ুন

কারও মধ্যে কথা-কাটাকাটি…কারও রাগ…কারও আবার মন খারাপ! কাজিনদের সম্পর্কের নানা বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরা অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘পুনর্মিলনে’। সিনেমাটি দর্শকদের দেখার আহ্বান জানিয়ে আরিয়ান বলেন, ‘আমাদের ফান, ফুর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে। সিনেমাটা দর্শক একাও দেখতে পারবেন আবার পরিবার, বন্ধু, কাজিন—সবাইকে নিয়েই উপভোগ করতে পারবেন।’

মুক্তির আগে সিনেমাটি নানা কারণে আলোচনায় এসেছে। গত মঙ্গলবার রাতে ‘আমরার সিলটি দামান’ শিরোনামে সিনেমাটির একটি গান ফেসবুক ও ইউটিউবে প্রকাশ পেয়েছে। সোমেশ্বর অলির লেখা জাহিদ নিরবের সুরে গায়েহলুদের গানটি গেয়েছেন আঁখি আলমগীর ও সাইফ জোহান। সিনেমাটিতে ‘পুড়ে গেলাম’ ও ‘একটাই জীবন’ শিরোনামে আরও দুটি গান আছে; তবে মুক্তির আগে এ গান দুটি নিয়ে কথা বলতে নারাজ পরিচালক।

‘পুনর্মিলনে’র একটি দৃশ্য। সম্পর্কের নানা বাঁক, টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প উঠে এসেছে সিনেমাটিতে। ছবি: চরকির সৌজন্যে

শুরুতে ‘পুনর্মিলনে’ আলোচনায় আসে সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণের জুটি নিয়ে। প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আলোচিত এ দুই শিল্পীকে। সিয়ামও সিনেমাটি নিয়ে রোমাঞ্চিত। তাঁর ভাষায়, ‘“পুনর্মিলনে” একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তাঁর সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রতিটি কাজের কথা মনে রেখেছেন।’

ফারিণের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে সিয়াম বলেন, ‘আমি তো ফারিণের সঙ্গে পর্দা ভাগাভাগি করে খুবই খুশি। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। দর্শক নিজেকে আবিষ্কার করবেন ভালোবাসার এক পুনর্মিলনে।’

ছোট পর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। গ্ল্যামার, অভিনয়গুণে দর্শকদের মনে পৌঁছে গেছেন ইতিমধ্যে। ফারিণ জানালেন, গল্প পড়ার পর দ্বিতীয়বার ‘পুনর্মিলনে’ কাজ করা নিয়ে ভাবতে হয়নি তাঁকে, ‘নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। আর আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করলে প্রতিবারই নতুন ভালো অভিজ্ঞতা হয়, নতুন কিছু শেখা যায়।’

চরকি অরিজিনাল সিনেমা ‘পুনর্মিলনে’র একটি দৃশ্যে সিয়াম ও ফারিণ
ছবি: চরকির সৌজন্যে

মানস বন্দ্যোপাধ্যায়ের মতো নব্বইয়ের প্রতিষ্ঠিত অভিনেতাকে দেখা যাবে এই সিনেমায়। দেখা যাবে বেশ কিছু নতুন মুখও। ১০৩ মিনিটের ফ্যামিলি ড্রামা জনরার এ সিনেমায় পর্দায় আরও দেখা যাবে গোলাম ফরিদা ছন্দা, নূর ইমরান মিঠু, শাশ্বত দত্ত, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ প্রমুখকে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘“নেটওয়ার্কের বাইরে”-তে মিজানুর রহমান আরিয়ান বন্ধুত্বের গল্প বলে দর্শকদের মুগ্ধ করেছেন। এবার একদম অন্য রকম বন্ধুত্বের ও কাজিনদের সম্পর্ক নিয়ে নির্মাণ করেছেন পুনর্মিলনে। কনটেন্টটি বাংলাদেশের সমসাময়িক লোকাল বা অরিজিনাল পারিবারিক গল্প, যা গ্লোবাল স্ট্যান্ডার্ডে দর্শকদের মধ্যে নিয়ে আসছে চরকি। আমি মনে করি, এই কনটেন্টের মধ্যে দর্শক নতুন কিছু পাবেন।’
আজ রাত ৮টা থেকে চরকিতে দেখা যাবে ‘পুনর্মিলনে’; প্রেজেন্টেড বাই বার্জার পেইন্টস, পাওয়ার্ড বাই চিলক্স।