‘ট্রাম্পের ওপর ওভারট্রাম্প’

আজ রাত আটটায় চরকিতে মুক্তি পাবেকোলাজ

ব্যবসায়ী মিরাজকে অপহরণ করে নিজেই এখন বিপাকে পড়ে গেছে ফটকা সেলিম। সেলিমের ফেরার কি আর কোনো পথ নেই? ক্রাইম, কমেডি ও থ্রিলার সিরিজ ‘ওভারট্রাম্প’–এ পাওয়া যাবে এ প্রশ্নের জবাব। অরিজিন্যাল সিরিজটি আজ রাত আটটায় চরকিতে মুক্তি পাবে। সিরিজে সেলিম হয়ে আসছেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী
ছবি: চরকির সৌজন্যে

ছয় পর্বের এই ওয়েব সিরিজ প্রচারণায়ই বেশ সাড়া ফেলেছে। চরকির ফেসবুকে পেজে ‘চারদিকে হেরফের, সেরের ওপর সোয়া সের’, ‘ট্রাম্পের ওপর ওভারট্রাম্প’, ‘এভাবেই একদিন আমি জীবনযুদ্ধে এগিয়ে যাব’, ‘ব্যয়বহুল জিনিস এমনিতেই সবাই এফোর্ড করতে পারে না ‘, ‘সব পজিটিভে একটু নেগেটিভ থাকলেও কোনো নেগেটিভে একটুও পজিটিভ থাকে না’—এমন সব ট্যাগলাইনে প্রচারণা ভিডিওগুলো ভক্তদের নজর কেড়েছে।

আশনা হাবীব ভাবনা
ছবি: চরকির সৌজন্যে

‘ওভারট্রাম্প’–এর ট্রেলারও মুক্তি দেওয়া হয়েছে অভিনব কায়দায়। দুই দিন আগে সিরিজের সব অভিনয়শিল্পী একসঙ্গে লাইভে এসে ট্রেলারটি মুক্তি দেন। আর এই লাইভের মধ্যেই দর্শকদের চাওয়ামতো নির্ধারণ করা হয় সিরিজটির মুক্তির তারিখ। ফেসবুক লাইভে ভক্তরা জানান আগামী বৃহস্পতিবার সিরিজটি দেখতে চান তাঁরা। ভক্তদের চাওয়াকে প্রাধান্য দিয়ে চঞ্চল চৌধুরীরা ঘোষণা করেন মুক্তির তারিখ।

সিরিজটি বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের নগরজীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে, তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এই সিরিজে আমার চরিত্রে একটা চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।’

ব্যবসায়ী মিরাজের সবকিছুতেই ঘোঁট পাকিয়ে যায়। ধোঁকা দেওয়াই যখন খেলা, তখন এই খেলায় কে জেতে কে হারে, বলা কঠিন—এই তার মূলমন্ত্র। এই চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। গল্পে তাঁর প্রিয় বাক্য ‘নিজের চরকায় তেল দাও’। ক্রাইম-কমেডি সিরিজ নিয়ে এই অভিনেতা বলেন, ‘গল্পে চরিত্রের বৈচিত্র্য দারুণভাবে আমাকে মুগ্ধ করেছে। আমি আসলে বেশ কৌতূহলী, দর্শক কীভাবে কাজটা নেবেন। এখানে কাস্টিংগুলো যেমন খুব মজার, তেমনি সিরিজটাও খুব এনগেজিং অ্যান্ড ফান ওয়াচ প্রজেক্ট হয়েছে।’

এফ এস নাঈম
ছবি: চরকির সৌজন্যে

আরেক অভিনয়শিল্পী ভাবনা জানান, গল্পটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। একসময় তিনি সরে যেতেও চেয়েছিলেন। কিন্তু পরিচালক তাঁকে আশ্বস্ত করেন। তখন ভরসা পান এই তারকা। চরিত্রের লুক, বৈচিত্র্য, দর্শক কীভাবে নেবে, সেটা নিয়ে এখনো দোটানায় রয়েছেন। জানান, দর্শক যদি পছন্দ করেন, পুরো কৃতিত্ব পরিচালক বাশার জর্জিসের। ভাবনা বলেন, ‘“ওভারট্রাম্প”–এ আমার চরিত্রের নাম রমা। আমি খুব চিন্তায় ছিলাম যে চরিত্রটা কীভাবে ডিজাইন করব। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের ওপর।’

‘ওভারট্রাম্প’-এর ট্রেলারে নজর কেড়েছেন নাঈম। তিনি বলেন, ‘“ওভারট্রাম্প” ডার্ক কমেডি। সেখানে আমাকে ভিন্ন রকম এক প্রেমিক চরিত্রে দেখা যাবে। থ্রিলার ও রহস্যের মিশ্রণে ভিন্ন এক চরিত্র, অনেক টুইস্ট রয়েছে।’

সামিরা খান মাহি
ছবি: চরকির সৌজন্যে

ওটিটিতে নিজের প্রথম কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত সামিরা খান। প্রথমবারই সহকর্মী হিসেবে পেলেন চঞ্চল, নাঈম, ভাবনাদের মতো অভিনয়শিল্পীদের। তাই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমার নতুন এই অভিজ্ঞতার সঙ্গে ছিলেন দুর্দান্ত সব সহশিল্পী। কাজটা দেখে দর্শক পছন্দ করলে সেটা হবে আমার ভবিষ্যৎ কাজের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

সিরিজটির পরিচালক বাশার জর্জিস বলেন, ‘এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছেন, কিন্তু কেউ ডার্ক কমেডি করছেন না। যা কমেডি হয়েছে, সেটা ভিন্ন মাত্রার, যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে “ওভারট্রাম্প”-এর কাজের প্রতি আগ্রহ হয়।’ এই সিরিজে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, শরীফ সিরাজ, মীর নওফেল, আশরাফী জিসান প্রমুখ।

“ওভারট্রাম্প” আজ মুক্তি পাচ্ছে
ছবি: চরকির সৌজন্যে