ম্যারি হয়ে আলোচনায় আরিয়া
আন্থনি ডোয়েরের পুলিৎজারজয়ী উপন্যাস ‘অল দ্য লাইট উই কান্ট সি’র নায়িকা ‘ম্যারি লরা’ হবেন কে? উপন্যাস অবলম্বনে মিনি সিরিজ নির্মাণে হাত দিয়েই ম্যারির খোঁজে নেমে পড়েন নির্মাতা শন লেভি। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ফ্রান্সের অন্ধ কিশোরী ম্যারির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী আরিয়া মিয়া লোবার্টি।
এই মিনি সিরিজ দিয়েই অভিনয়ে নাম লেখান ২৯ বছর বয়সী আরিয়া মিয়া, এর আগে কখনোই অভিনয় করেননি তিনি। ম্যারি চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন আরিয়া। ২ নভেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘অল দ্য লাইট উই কান্ট সি’ নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে।
অন্ধ কিশোরীর চরিত্র বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পারবেন কে? এমন কিশোরী অভিনেত্রীকে খুঁজে পেতে ঘাম ছুটে যায় প্রযোজনা প্রতিষ্ঠানের।
বিশ্বের প্রায় এক হাজার কিশোরীর মধ্য থেকে আরিয়া মিয়াকে নির্বাচন করেছেন নির্মাতা। আরিয়া আগে কখনোই অভিনয় করেননি। তিনি আক্রোমাটোপসিয়া নামে এক বংশগত রোগে আক্রান্ত, যার প্রকোপে তিনি আংশিক অন্ধ।
দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন আরিয়া। সমালোচকেরা বলছেন, আরিয়ার উপস্থিতি সিরিজটিতে প্রাণ দিয়েছে। সবার এমন সাড়া পেয়ে আপ্লুত আরিয়া বলেন, ‘আমি জীবনে এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম।’
সিরিজটি মুক্তির পর আরিয়া মিয়াকে পেতে হুমড়ি খেয়ে পড়ছেন নির্মাতারা। বিশ্বখ্যাত ফ্যাশন প্রতিষ্ঠানে মডেল হিসেবেও দেখা যাচ্ছে তাঁকে। ইতিমধ্যে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তরুণ উদীয়মান তারকা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি।
আরিয়া অভিনয়টা চালিয়ে যেতে চান। শৈশব থেকেই অন্ধ মানুষদের নিয়ে কাজ করার স্বপ্ন ছিল তাঁর, সেই স্বপ্নই জারি রাখবেন।
যুক্তরাষ্ট্রের রোড দ্বীপের জনস্টন শহরে জন্ম ও বেড়ে ওঠা আরিয়া ইউনিভার্সিটি অব রোড আইল্যান্ডে দর্শন, গণযোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। পরে বৃত্তি নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনে পড়াশোনা করেছেন।