তারকাদের মানসিক স্বাস্থ্যসেবা দিতে চরকির সঙ্গে মনের বন্ধুর চুক্তি সই

মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনিছবি: সংগৃহীত

মানসিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’ ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে চরকির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও মানসিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান মনের বন্ধু এক হয়ে বিশেষ ‘ইমোশনাল সাপোর্ট প্রোগ্রাম’ নিয়েছে। এর মাধ্যমে চরকির সঙ্গে যুক্ত নির্মাতা, অভিনয়শিল্পী, ক্রু, চরকির কর্মী ও পরিবারের সদস্যেরা বিশেষ কাউন্সেলিং সেবা পাবেন। থাকবে মানসিক চাপ সামলানো, অভিযোজন কৌশলসহ নানা কিছু শেখার সুযোগ। আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করতে ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে চরকির এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

রেদওয়ান রনি বলেন, ‘সবাই জীবনে নানা কিছুর মধ্য দিয়ে যায়। যখন সে কোনো পেশাগত সেবা নেয়, তখন ভালো বোধ করে। মনের বন্ধু মানসিক স্বাস্থ্য নিয়ে যে ধরনের সেবা দেয়, তার গোপনীয়তা রক্ষা করে। আন্তরিকতার সঙ্গে ও পেশাগতভাবে সেবা দেয়। বিনোদনজগতের মানুষের জন্য চরকি এই উদ্যোগ নিয়েছে।’

তৌহিদা শিরোপা বলেন, ‘মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মনের বন্ধু কাজ করে যাচ্ছে। আমরা অনলাইনে-অফলাইনে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি। দেশসেরা ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে কাজ করতে পারা আমাদের জন্য খুব আনন্দের। নির্মাতা, অভিনয়শিল্পী, ক্রু, চরকির কর্মীদের মন ভালো থাকলেই দর্শকেরা ভালো কাজ দেখতে পাবেন।’

‘মনের বন্ধু’ ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে
ছবি: সংগৃহীত

মনের বন্ধু ২০১৬ সাল থেকে মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে বহুজাতিক প্রতিষ্ঠানের পেশাজীবী, তরুণ—সব ধরনের পেশাজীবী, এমনকি পোশাকশিল্প খাতেও মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। ৪৫টির বেশি দেশি-বিদেশি, বহুজাতিক প্রতিষ্ঠান ও সংস্থায় মানসিক স্বাস্থ্যসেবা এবং ভালো থাকা নিশ্চিত করতে কাজ করছে মনের বন্ধু। এখন পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষের কাছে মনের বন্ধু তাদের সেবা নিয়ে গেছে।

বিশ্বখ্যাত ম্যাগাজিন ভোগ বিজনেসে সেরা উদ্ভাবকের তালিকায় এসেছে মনের বন্ধুর সিইও তৌহিদা শিরোপার নাম। একই সঙ্গে ফ্যাশনের আন্তর্জাতিক পুরস্কার ‘টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ-২০২২’ পুরস্কার জিতেছে মনের বন্ধু। এ ছাড়া সেরা স্টার্টআপ অ্যাওয়ার্ডসহ ইউএনওমেন এশিয়া অ্যান্ড প্যাসিফিক পুরস্কার পেয়েছে মনের বন্ধু। মনের বন্ধুর সেবা তাদের হেল্পলাইন, ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে এবং সরাসরি তাদের অফিসে গিয়ে পাওয়া যায়। এমনকি তারা অফিসে এসেও সেবা দেবে।