অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকা পান নিম্নপদস্থ কর্মচারী ...

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া, নতুন সিরিজ ‘জিম্মি’ বানিয়েছেন আশফাক নিপুণকোলাজ

সব সময়ই নিজের কাজ আর অভিনয় দিয়ে চমকে দেন গুণী অভিনেত্রী জয়া আহসান। কখনো বাংলাদেশ, কখনো ভারতে—জয়ার কীর্তি সর্বত্র। দিনে দিনে নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকটায় টেলিভিশন নাটকের ভীষণ জনপ্রিয় মুখ ছিলেন জয়া। তবে তিনি যে অভিনয়ে কতটা পারদর্শী, সেই নজির স্থাপন করেছেন বড় পর্দায়। এবার সেই জয়াকে অন্যরূপে দেখতে চলেছেন তাঁর ভক্তরা।

ওয়েব সিরিজে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর নতুন সিরিজটির নাম ‘জিম্মি’। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে নির্মাতা আশফাক নিপুন পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’। ২৮ মার্চ সিরিজটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হইচই। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখ্য চরিত্রে এটিই জয়া আহসানের প্রথম কোনো ওয়েব সিরিজ।

আরও পড়ুন

‘জিম্মি’ সিরিজে কেন অভিনয় করেছেন—এমন প্রশ্নে জয়া আহসান বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সব সময় খেয়াল করি, সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। “জিম্মি”র ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সাথে, মুক্তি পাবে ঈদে—সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

‘মহানগর’ নির্মাণ করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন আশফাক নিপুন। মুক্তির অপেক্ষায় থাকা ‘জিম্মি’ বিষয়ে আশফাক নিপুণ বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।’

জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুন বলেন, ‘জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’

‘জিম্মি’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান
হইচইয়ের সৌজন্যে

এর আগে হইচই থেকে, ‘জিম্মি’র একটি প্রাথমিক গল্প জানানো হয়েছে সংবাদমাধ্যমে। এটা পরিষ্কার যে ‘জিম্মি’তে একটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন অভিনেত্রী। গল্পে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ কর্মচারী। এক দশক ধরে তাঁর কপালে জোটেনি কোনো প্রমোশন। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। তবু তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকার বাক্স পান ওই নারী।

আশফাক নিপুন
ছবি: সংগৃহীত

এর পরই তাঁর জীবনে শুরু হয় নতুন টানাপোড়েন। তবে এরপর জয়ার পরিণতি কী, তা দেখতে হলে সিরিজটির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। তবে জয়ার পাশাপাশি সিরিজের অন্য অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনো জানায়নি হইচই কিংবা পরিচালক আশফাক নিপুণ।