জমজমাট আয়োজনে শুরু হলো চরকি কার্নিভ্যাল

ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে শুরু হয়েছে ‘চরকি কার্নিভ্যাল’
ছবি: প্রথম আলো

এ বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে আজ শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে আজ সন্ধ্যায় বসেছে এই আয়োজনের প্রথম আসর। সেখানেই দেওয়া হবে পুরস্কার। আজ সন্ধ্যা থেকেই অনেক তারকা এসে ভিড় করতে থাকেন অনুষ্ঠানস্থলে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি সূচনা বক্তব্য দেন। এরপর দেখানো হয় গত ১৫ মাসে চরকির বিভিন্ন কনটেন্ট দিয়ে বানানো প্রমো। এরপর আফরান নিশো, নাসির উদ্দিন ও নাজিফা তুষির পারফরম্যান্স দিয়ে।

ইতিমধ্যে চরকি কার্নিভ্যাল নিয়ে বিনোদনজগতের তারকাদের মধ্যে বেশ আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে চরকি কার্নিভ্যালের অভিনব আমন্ত্রণপত্র নিয়ে আলোচনা হয়েছে।

অভিনব আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই ধারণা করছেন, নিশ্চয় অনুষ্ঠানে পরিবেশনায় থাকবে বড় ধরনের চমক। তবে বিনোদন অঙ্গনের কোন তারকা কী ধরনের পরিবেশনায় অংশ নেবেন, সে সম্পর্কে আগেই থেকেই জানাতে চাচ্ছে না চরকি।

জমকালো এসব পরিবেশনায় আফরান নিশোর মতো অভিনয়শিল্পী যেমন আছেন, তেমনি আছেন তমা মির্জা, সোহেল মণ্ডল ও শিরিন শিলার মতো এ প্রজন্মের তারকারাও। বিশেষ ‘ট্রিবিউট’ পরিবেশনায় দেখা যাবে মেহজাবীনকে। আনুষ্ঠানিক যাত্রা শুরুর ১৫ মাস পার করছে চরকি। অল্প সময়ে চলচ্চিত্র, সিরিজ, গান দিয়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি অর্জন করেছে দর্শক গ্রহণযোগ্যতা। বিনোদন অঙ্গনসংশ্লিষ্ট ব্যক্তিদের আস্থার একটি নাম দেশীয় এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অভিনয় করে অভিনয়শিল্পীরা এত দিন কুড়িয়েছেন প্রশংসা।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১-এ ৮টি, দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এ ১১টি এবং এর বাইরে মেরিল-প্রথম আলো পুরস্কারে ৪টি পুরস্কার জিতেছে চরকি। চরকির এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৫ মাসে প্রচারিত নিজস্ব সব অরিজিনাল কনটেন্ট ও সংশ্লিষ্ট কলাকুশলীদের বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। চরকি জানিয়েছে, তাদের সঙ্গে এ পর্যন্ত যেসব পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী কাজ করেছেন, তাঁদের আরও বেশি উৎসাহ আর অনুপ্রেরণা দিতেই এই আয়োজন। এই উদ্দেশ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় চরকি অ্যাওয়ার্ডের ভোটপ্রক্রিয়া। নয়টি বিভাগে দর্শক নিজ বিবেচনায় সেরা শিল্পী, পরিচালক ও কলাকুশলী ভোট দিয়েছেন।