চঞ্চল বললেন, ‘বড় ভাই দোয়া দিছে’

চঞ্চল চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকী (ডানে)
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মায়ের জন্য মুঠোফোন নিয়ে যাচ্ছে ছেলে। পথের ক্লান্তি ভুলে সে এগিয়ে যাচ্ছে। অনেকটা পথ পাড়ি দিয়ে একসময় মায়ের হাতে ছেলে তুলে দেয় সেই কাঙ্ক্ষিত মুঠোফোন। ২০০৪ সালের টিভি পর্দায় প্রচার হতো এমনই একটি বিজ্ঞাপন। বলা যায়, আজকের অভিনেতা চঞ্চল চৌধুরী আলোচনায় এসেছিলেন ওই একটি বিজ্ঞাপন দিয়ে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। সেই থেকে এই জুটির সম্পর্ক এখন কেমন?

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
প্রথম আলো

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা চঞ্চল চৌধুরীর রসায়নটা অনেক পুরোনো। একসঙ্গে এই জুটির অনেক কাজ আলোচনা তৈরি করেছে। নতুন করে আবার চঞ্চলদের প্রশংসায় ফারুকী। তবে ফারুকীর নির্মিত কোনো কাজের নয়। ফেসবুক স্ট্যাটাসের সেই প্রশংসার উত্তরে চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন, ‘বড় ভাই দোয়া দিছে।’ সেটা ফারুকীর নজরে পড়লে এই নির্মাতাও পাল্টা মন্তব্য করে লেখেন, ‘আমি তো নবীন, আমি কিশোর, বড় ভাই!’ এমন মন্তব্যে বোঝা যায় এই তারকাদের সম্পর্ক আগের মতোই একসুতোয় গেঁথে আছে। ব্যক্তিগতভাবেও তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

‘দুই দিনের দুনিয়া’য় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। প্রচারের পর থেকেই সিনেমাটি প্রশংসা পাচ্ছে। সিনেমাটি নিয়ে ফারুকী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘গুড জব, অনম বিশ্বাস। সব সময় তোমারে বলে আসছি, এই ডামাডোলের জগতে তুমি বেশ আন্ডার সেলিব্রেটেড ডিরেক্টর। “দুই দিনের দুনিয়া”তে তোমারে আরও ঠিকঠাক দেখতে পাইয়া আনন্দিত হইছি। শাওনের গল্প, তোমার আর শাওনের ক্রিপ্ট, রাজীবের সিনেমাটোগ্রাফি, এডিট, মিউজিক আর অভিনয়—সবকিছু মিলায়ে জিনিসটা আমারে স্পর্শ করছে। ভবিষ্যৎ বিষয়ে আমাদের স্বভাবজাত আগ্রহরে প্রপারলি কাজে লাগাইয়া একটা দারুণ বাংলাদেশি টেইল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এখন সামনের গল্প লিখতে বইসা যাও।’

‘দুই দিনের দুনিয়া’ দিয়ে অনেক দিন পর পর্দায় এক হচ্ছেন চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু
ছবি: সংগৃহীত

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র মিলিয়ে দুই যুগের ক্যারিয়ারে নিজেকে দিন দিন ছাড়িয়ে যাচ্ছেন চঞ্চল। ‘দুই দিনের দুনিয়া’র মাধ্যমে তাঁর কাজে যুক্ত হচ্ছে আরেকটি ভিন্নধর্মী চরিত্র। প্রথমবার ট্রাকচালক হয়ে পর্দায় আসছেন এই অভিনয়শিল্পী। চরিত্রটি নিয়ে চঞ্চল বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে ট্রাক-বাস চলে কী গতিতে, তা বলে বোঝানো যাবে না। তার মধ্যে ট্রাক চালিয়েছি, শুটিংও করেছি। দুটি কঠিন কাজ একসঙ্গে করতে গিয়ে মানসিক চাপ ছিল বেশি। চালানোটা যদি আয়ত্তে না থাকে, অভিনয়টা ঠিকঠাক করতে পারব না—যে কারণে এই ছবিটা খুবই দুরূহ একটা কাজ। তবে আমাদের সঙ্গে যে চালক ছিলেন, তিনি শট দেওয়ার আগে-পরে আমাকে চালানোর কৌশলটা শিখিয়েছেন। কাজটি এখন দর্শক পছন্দ করেছেন, এটা বড় প্রাপ্তি।’

পরিচালক অনম বিশ্বাস
ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার রাত আটটায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে মিস্ট্রি-ড্রামা ঘরানার ওয়েব ফিল্মটি। ওয়েব সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, ইকবাল প্রমুখ।