নভেম্বরে আসছে ‘বোধ’

আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। দক্ষ আইনজ্ঞ আলমগীরের নিজের বিচারবোধের প্রতি অগাধ আস্থা ছিল। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি তাঁর বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। একপর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ, শুরু হয় সত্যের উদ্‌ঘাটন। এমন গল্প নিয়ে হয়েছে ওয়েব সিরিজ বোধ। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত হইচই অরিজিনাল ওয়েব সিরিজ বোধ মুক্তি পাচ্ছে আগামী ৪ নভেম্বর।

আজ মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। এ সিরিজে অবসরপ্রাপ্ত বিচারপতির চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। আরও আছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান। সিরিজের চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম ও জাহিন ফারুক আমিন। সিরিজটি প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন।

বোধ সিরিজটির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর পর অমিতাভ রেজা চৌধুরী হইচই প্ল্যাটফর্মে ফিরলেন। উল্লেখ্য, ২০১৯ সালের প্রারম্ভে অমিতাভ রেজা চৌধুরীর ‘ঢাকা মেট্রো’ সিরিজ দিয়ে বাংলাদেশে নতুন ধরনের গল্প বলার যাত্রা শুরু করে হইচই। সিরিজটি সম্পর্কে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই সিরিজে যাঁরা কাজ করেছেন, তাঁরা সবাই পরীক্ষিত অভিনয়শিল্পী। তাঁরা যে শুধু দারুণ অভিনয়শিল্পী তা-ই নয়, তাঁদের সঙ্গে আমার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। তাঁদের নিয়ে কাজ করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘গল্পনির্ভর ওয়েব কনটেন্ট তৈরির যে ট্রেন্ড আমাদের হাত ধরে শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমাদের এই নতুন সিরিজ। বাংলাদেশের কনটেন্টের আলাদা একটা চাহিদা আমরা দর্শকদের মধ্যে তৈরি করতে পেরেছি। এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্বের জায়গা থেকেই হইচই অরিজিনাল সিরিজ ‘বোধ’-এর জন্ম। আমরা আশাবাদী, অমিতাভ রেজা চৌধুরীর এই নতুন সিরিজ সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে আদরণীয় হবে।’