ওটিটিতে এ সপ্তাহে যা যা দেখতে পারেন

‘প্রজাপতি’–তে আছেন মিঠুন ও দেব
ফেসবুক
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

প্রজাপতি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি ফাইভ
দিনক্ষণ: চলমান
পশ্চিমবঙ্গে ব্যাপক ব্যবসা করা ছবিটি এবার ওটিটিতে মুক্তি পেয়েছে। ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে নিয়ে ছবির গল্প। স্ত্রী নেই, সন্তানের সঙ্গে থাকেন তিনি। ছেলে ওয়েডিং প্ল্যানার। বাবার জীবনের একমাত্র ইচ্ছা, সন্তানের বিয়ে দেখে যাওয়া। কিন্তু ছেলে অন্যের বিয়ের পরিকল্পনা নিয়েই ব্যস্ত, নিজের বিয়ের সময় নেই! মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন।

মুক্তি পেয়েছে ‘মার্ভেলাস মিসেস মেইজেল’–এর শেষ কিস্তি
আইএমডিবি

মার্ভেলাস মিসেস মেইজেল
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
স্বামী ছেড়ে যাওয়ার পর দুই সন্তানের মা মেইজেল আবিষ্কার করেন, স্ট্যান্ডআপ কমেডিতে তাঁর অবিশ্বাস্য প্রতিভা আছে। এমন গল্প নিয়ে নির্মিত সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায় ২০১৭ সালে। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সিরিজটির পঞ্চম ও শেষ কিস্তি। বরাবরের মতোই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন র‍্যাচেল ব্রসনাহান।

‘কুইনমেকার’–এর পোস্টার
আইএমডিবি

কুইনমেকার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
পলিটিক্যাল ড্রামা ঘরানার নতুন কোরীয় সিরিজ। ১২ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন কিম হি-এই, মুন সো-রি, রিউ সু-ইয়ং। সিরিজটির পরিচালক ওহ জিন-সিওক।

অ্যাকশন থ্রিলার সিনেমা ‘প্লেন’
আইএমডিবি

প্লেন
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: ১৪ এপ্রিল
যুদ্ধক্ষেত্রে আটক এক ব্যক্তিকে নিয়ে রওনা দেন এক বৈমানিক, পথে উড়োজাহাজ নিয়ে জরুরি অবতরণে বাধ্য হন তিনি। বৈমানিক কি পারবেন আবার আকাশে উড়ে গন্তব্যে পৌঁছাতে? এমন গল্প নিয়ে নির্মিত অ্যাকশন থ্রিলার সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেরার্ড বাটলার।

আরও পড়ুন
‘রেনারভেশনস’–এর পোস্টার
আইএমডিবি

রেনারভেশনস
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
তিন পর্বের তথ্যচিত্রটির প্রথম সিজন মুক্তি পেয়েছে ১২ এপ্রিল। সিরিজটিতে হলিউড অভিনেতা জেরেমি রেনার তাঁর সহকর্মীদের নিয়ে দুনিয়ার নানা প্রান্তে হাজির হন। নানা ধরনের গাড়ির রূপ বদলে স্থানীয় জনগোষ্ঠীর কাজে লাগানোর উপযোগী করে তোলেন। জেরেমি ছাড়া তথ্যচিত্রটিতে দেখা গেছে অ্যান্টনি ম্যাকি, ভানেসা হজেজ, অনিল কাপুরকেও।