শাকিবের ‘বরবাদ’, ওটিটিতে এল আলোচিত আরও ৩ তিন সিনেমা
ঈদুল আজহা উপলক্ষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। এর মধ্যেই গত বৃহস্পতিবার রাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে রোজার ঈদের আলোচিত চার সিনেমা শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’।
চার সিনেমা নিয়ে চরকির এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার-স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।’
রেদওয়ান রনি আরও বলেন, ‘রোজার ঈদে যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের সবচেয়ে উন্মাদনা ছিল, তার সবই এবার চরকিতে। দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ নেই বা সব সিনেমা প্রদর্শিত হয়নি। অনেক দর্শক সব সিনেমা দেখার সুযোগ পায়নি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবে।’
চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান, ক্রাফটিংয়ের গুরু, রোমান্সের গুরু, থ্রিলের গুরু, ড্রামার গুরু, অ্যাকশনের গুরু, অ্যাক্টিংয়ের গুরু, অর্থাৎ সব নাটের গুরু একসঙ্গে আছেন। তাই চরকির এই ক্যাম্পেইনের নাম বিরাট গুরুর হাট।
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। ছবিটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক মেহেদী হাসান। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। গত রোববার বিকেলে চরকি কার্যালয়ে ‘বরবাদ’ সিনেমা নিয়ে চুক্তি স্বাক্ষর করেন চরকির সিইও রেদওয়ান রনি ও সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার।
প্রযোজক শাহরিন আক্তার বলেন, ‘বরবাদ’ কেমন সাড়া ফেলেছে, কেমন ব্যবসা করেছে, তা সবার জানা। দেশ-বিদেশের অনেক মানুষ ‘বরবাদ’ দেখেছেন, আবার অনেকে এখনো দেখার সুযোগ পাননি। তাঁরা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন। বলা যায়, কোরবানির ঈদেও ‘বরবাদ’–ঝড় থামছে না।
‘দাগি’ নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘আমার বিশ্বাস, আমার সিনেমাটি চরকির দর্শকেরা পছন্দ করবেন। অনেকেই যাঁরা সিনেমাটি দেখতে পারেননি, তাঁরা দেখার সুযোগ পাবেন এবং আমার আশা, দর্শকদের ভালো লাগবে।’
ঈদুল ফিতরে প্রশংসা কুড়িয়েছে ‘জংলি’। জনি ও পাখির সম্পর্ক দর্শকদের আবেগতাড়িত করেছে। সিনেমাটির অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা নির্মিত হয়েছে।
আমরা পুরোপুরি কমার্শিয়াল প্যাকেজিংয়ে “জংলি” বানিয়েছি। সাধারণত ঈদের ছুটিতে সবাই পরিবারের সঙ্গে সময় কাটান, আনন্দ করেন। সেই আনন্দে এবার যুক্ত হতে পারে “জংলি”।’
সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা ‘চক্কর ৩০২ ’।
শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মইনুল নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শরাফ আহমেদ বলেন, ‘থ্রিলার ঘরানার সিনেমা “চক্কর ৩০২”। এখানে গল্প, রহস্য আর অভিনয় দারুণভাবে মিশে গেছে। দেশ-বিদেশে মোশাররফ করিমের ভক্তরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করেছেন। তাঁরা আমাকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছেন সিনেমাটি দেখার আগ্রহের কথা। এবার আমি বলতে পারছি, আপনাদের অপেক্ষার অবসান হলো।’