প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ দ্য রেড স্লিভ। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল। এতে রাজদাসীদের জীবন ও সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির ৪১ থেকে ৪৩তম পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।
ইন্দুবালা ভাতের হোটেল
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
সাধারণ গৃহবধূ ইন্দুবালা। দেশভাগের উত্তাল সময়ে পূর্ববঙ্গ ছেড়ে পরিবার নিয়ে ভারতে চলে যান ইন্দুবালা। নতুন ঠিকানা হয় কলকাতায়। ইন্দুবালার রান্নার সুনাম ছিল। সেই রান্না অবলম্বন করেই কলকাতায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে ইন্দুবালা। এমন গল্প নিয়ে কল্লোল লাহিড়ীর একই নামের উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। ৮ মার্চ মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম চার পর্ব। সিরিজটির পোস্টারে বৃদ্ধ বয়সের লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। মুক্তির পর প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী।
এমএইচ৩৭০: দ্য প্লেন দ্যাট ডিসঅ্যাপিয়ার্ড
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজ ফ্লাইট৩৭০। এরপর গত ৯ বছরে উড়োজাহাজটির হারিয়ে যাওয়া নিয়ে নানা তত্ত্ব এসেছে, গবেষণা হয়েছে, উদ্ধার অভিযান চালানো হয়েছে, কিন্তু খোঁজ মেলেনি। সেই ঘটনা নিয়ে তিন পর্বের তথ্যচিত্র সিরিজটি মুক্তি পেয়েছে ৮ মার্চ। লুসি ম্যালকিনসন তথ্যচিত্রটিতে তুলে ধরেছেন বিজ্ঞানী, সাংবাদিক, উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিসহ নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তব্য।
হ্যাপি ফ্যামিলি: কন্ডিশনস অ্যাপ্লাই
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম
দিনক্ষণ: চলমান
ঢোলাকিয়া পরিবারের নানা মজার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে কমেডি ঘরানার সিরিজটি। ১০ পর্বের সিরিজটির পরিচালক অতিশ কাপাডিয়া ও জামান্দাস মাজেথিয়া। অভিনয় করেছেন রাজ বাব্বর, রত্না পাঠক শাহ, অতুল কুলকার্নি, আয়েশা জুলকা প্রমুখ।