ওটিটিতে জয়া–রুবেলের ‘পেয়ারার সুবাস’

নূরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি ২১ মার্চ মুক্তি পাবে চরকিতেকোলাজ

৯ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পেয়েছিল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের গুণী অভিনেতা আহমেদ রুবেল। ৭ ফেব্রুয়ারি সিনেমার প্রিমিয়ার শো দেখতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান গুণী এই অভিনেতা।
তাঁর মতো একজন অভিনেতার অকালমৃত্যুতে শোকের ছায়া নামে দেশজুড়ে। তবে আহমেদ রুবেলের সম্মানে চলচ্চিত্রের প্রিমিয়ার শো চালিয়ে যায় পুরো টিম। তাঁর কথা বলতে গিয়ে ভারাক্রান্ত হয়ে ওঠেন সহকর্মী অভিনেতারা। পরবর্তী সময়ে ৯ ফেব্রুয়ারি দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পেয়ারার সুবাস’। হলেও বেশ ব্যবসাসফল হয়েছে ছবিটি।

পেয়ারার সুবাস ছবিতে জয়া আহসান
পরিচালকের সৌজন্যে

এবার আহমেদ রুবেলকে উৎসর্গ করা সিনেমাটি আসছে ওটিটিতে। চরকির প্রধান নির্বাহী নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, ‘আমাদের প্রিয় অভিনেতা আহমেদ রুবেলের অভিনীত সর্বশেষ সিনেমা “পেয়ারার সুবাস” সিনেমা হলের পর এখন মুক্তি পাচ্ছে চরকিতে। শিল্পী বাঁচেন তাঁর কাজ দিয়েই। আহমেদ রুবেলও তাঁর কাজ ও শিল্প দিয়েই বেঁচে থাকবেন আমাদের মাঝে।’

‘পেয়ারার সুবাস’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আহমেদ
সংগৃহীত

রনি জানান, নূরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি ২১ মার্চ মুক্তি পাবে চরকিতে। ৯২ মিনিটের এই ছবিতে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকেই। ছবিটি প্রাপ্তবয়স্কদের এবং শিশুদের হলে যেতে নিষেধ করেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। যদিও বিষয়টি নিয়ে সমালোচনাও হয়েছিল।
গত বছর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।