সহ-অভিনেত্রীকে ‘বহিরাগত’ বলে বিদ্রূপের মুখে এই নায়িকা

শারমিন সেহগালইনস্টাগ্রাম থেকে

সঞ্জয় লীলা বানসালির সিরিজ ‘হীরামান্ডি’তে অভিনয় করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন শারমিন সেহগাল। তাঁর অভিনয়ের সমালোচনা করে অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সম্পর্কে শারমিন নির্মাতা বানসালির ভাগনি।

আরও পড়ুন

তাই অনেকে এমন প্রশ্নও তুলেছেন, বানসালির ভাগনি হওয়াতেই কি সুযোগ পেয়েছেন তিনি? এর মধ্যেই আরও বিতর্ক উসকে দিয়েছে অভিনেত্রীর একটি মন্তব্য। কী সেটা? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

সানজিদা শেখ ‘বহিরাগত’। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হীরামন্ডি’র সহ-অভিনেত্রীকে এভাবেই খোঁচা দিয়েছেন শারমিন সেহগাল। এই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই আরও সমালোচনার মুখে শারমিন।

শারমিন সেহগাল
ইনস্টাগ্রাম থেকে

কিছুদিন আগে পরিচালক বনসালির প্রসঙ্গে সানজিদা শেখ বলেছিলেন, ‘উনি পারফেকশনিস্ট। তিনি কোনো কিছুই মাঝারি মানের চান না। আর তাই যা তৈরি করেন, তা শ্রেষ্ঠত্বের চেয়ে কম নয়। তাই আমি তাঁর সঙ্গে কাজ করার সময়টা বেশ উপভোগ করেছি।’

সানজিদা শেখের সেই কথা প্রসঙ্গেই শারমিন বলেন, ‘আমি মনে করি, বানসালি সম্পর্কে “পারফেকশনিস্ট” কথাটা খুবই সাধারণ একটা শব্দ। একজন বহিরাগত, যিনি তাঁর সঙ্গে এর আগে কখনো কাজ করেননি, তিনি হয়তো এই শব্দ ব্যবহার করবেন। কিন্তু প্রকৃতপক্ষে বানসালি স্যার তার চেয়ে বেশি কিছু।

সানজিদা শেখ
ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

যেকোনো বিষয়ের পরিবর্তন তিনি খুব সহজেই করতে পারেন। বিভিন্ন বিষয়ের চ্যালেঞ্জ রাখার ক্ষমতা রাখেন। শুধু তা-ই নয়, জাদুকরি কিছু দেখানোর জন্য তিনি সব সময় তৈরি থাকেন।’

অনেকেই মনে করছেন, শারমিনের এই মন্তব্য একেবারেই অপ্রয়োজনীয়। অনেকে আবার লিখেছেন, তাঁর অভিনয়ের সমালোচনা হচ্ছে দেখেই তিনি দর্শকের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাইছেন।