চঞ্চল-বাবুর দুই দিনের রহস্য–ভ্রমণ

সাত দিন ট্রাক চালিয়ে দুই দিনের দুনিয়া এর শুটিং করেছেন চঞ্চল চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র মিলিয়ে দুই যুগের বেশি অভিনয়জীবনে ভিন্নধর্মী সব চরিত্র করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন চঞ্চল চৌধুরী। তাঁর সঙ্গে যুক্ত হচ্ছে এবার আরেকটি ভিন্নধর্মী চরিত্র। প্রথমবার ট্রাকচালক হয়ে পর্দায় আসছেন এই অভিনয়শিল্পী। আজ বৃহস্পতিবার রাত আটটায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘দুই দিনের দুনিয়া’। প্রায় ১০০ মিনিটের মিস্ট্রি-ড্রামা ঘরানার ওয়েব ফিল্মটির পরিচালক অনম বিশ্বাস।

জীবনে প্রথমবার ট্রাকচালনা। ব্যাপারটা ভীষণ কষ্টকর ছিল, জানালেন চঞ্চল। এই ছবির জন্য রাজেন্দ্রপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক ও আশপাশে সাত দিন ট্রাক চালিয়ে শুটিং করেছেন চঞ্চল। বললেন, ‘তাকদীর–এ ফ্রিজার ভ্যান চালিয়েছি, যেটা প্রাইভেট কারের চেয়ে একটু বড়। আমার জন্য ওটাই ছিল কষ্টকর এক অভিজ্ঞতা। আমি সব সময় অটো প্রাইভেট কার চালাই। তাকদীর–এর অভিজ্ঞতায় বুঝেছি, ম্যানুয়াল গাড়ি চালানো খুব কঠিন। আর এটা তো পাঁচ টনের একটি ট্রাক। ট্রাকটাও পুরোনো। গিয়ারে চাপ দিলে সরে যাচ্ছে। নানান সমস্যা। এটা আয়ত্তে আনা, উফ্‌, কী যে কষ্ট! ড্রাইভিং শেখার জন্য আলাদা সময় পাইনি। একই সঙ্গে শিখেছি এবং শুটিং করেছি। ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে ট্রাক-বাস চলে কী গতিতে তা বলে বোঝানো যাবে না। তার মধ্যে ট্রাক চালিয়েছি, শুটিংও করেছি। দুটি কঠিন কাজ একসঙ্গে করতে গিয়ে মানসিক চাপ ছিল বেশি। চালানোটা যদি আয়ত্তে না থাকে, অভিনয়টা ঠিকঠাক করতে পারব না—যে কারণে এই ছবিটা খুবই দুরূহ একটা কাজ। তবে আমাদের সঙ্গে যে চালক ছিলেন, তিনি শট দেওয়ার আগে–পরে আমাকে চালানোর কৌশলটা শিখিয়েছেন।’

দুই সপ্তাহেই শেষ হয়েছে ‘দুই দিনের দুনিয়া’র শুটিং। চঞ্চল বললেন, ডাবিংয়ের সময় ‘চেহারা দেখে নিজেকে পুরাই ট্রাক ড্রাইভার মনে হয়েছে।’ চরিত্র উপযোগী করে তোলার জন্য রূপসজ্জাশিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানালেন। মজার ছলে এই অভিনেতা বললেন, ‘হাওয়াতে দর্শক দেখল একটা বদখত চেহারার পাজি, তামাটে বর্ণের মানুষ। কারাগার–এ দেখল একজন কয়েদি, চেহারাও ভালো না। এরপর এখানে একজন ট্রাকচালক—মোটামুটি বলা যায়, গ্ল্যামারের সময়টা খুব খারাপ যাচ্ছে। স্ক্রিনে যদিও ভালো লাগছে (হাসি)।’

জামশেদ নামের অদ্ভুত ও রহস্যময় এক লোকের চরিত্র করছেন ফজলুর রহমান বাবু

‘দুই দিনের দুনিয়া’ দিয়ে অনেক দিন পর পর্দায় এক হচ্ছেন চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু। আর ওটিটিতে এটি এই জুটির প্রথম কাজ। জামশেদ নামের অদ্ভুত ও রহস্যময় এক লোকের চরিত্র করছেন ফজলুর রহমান বাবু। হাইওয়েতে  ট্রাকচালক সামাদের সঙ্গে তার দেখা। শুরু হয় জামশেদের সঙ্গে তার দুই দিনের এক রহস্যময় ভ্রমণ। আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে সামাদের জীবনের সবকিছু। জামশেদের দাবি, সে ভবিষ্যৎ থেকে এসেছে। সামাদ বুঝে উঠতে পারে না, জামশেদ আসলে কী? অলৌকিক ক্ষমতাধর কোনো মানুষ, নাকি একজন প্রতারক!

চরকি অরিজিনালস ‘খাঁচার ভিতর অচিন পাখি’তে অভিনয় করে প্রশংসিত হন ফজলুর রহমান বাবু, জিতে নেন শ্রেষ্ঠ অভিনেতার চরকি পুরস্কার। ‘দুই দিনের দুনিয়া’ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘সিনেমার গল্পটা যখন শুনি, তখনই মনে হয়েছে যে এই চরিত্রটা আমি করতে চাই। অনমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। সবকিছু মিলিয়ে কাজটা করার আগ্রহ ছিল প্রচুর।’

অনম বিশ্বাস

‘দেবী’ নির্মাণ করে আলোচিত হন অনম বিশ্বাস। এবারই প্রথম চরকির সঙ্গে কাজ করলেন তিনি। বললেন, ‘যেকোনো ফিল্মমেকার চায়, যাদের সঙ্গে সে কাজ করছে, তারা যেন সিনেমার গল্পে ফোকাস করে। আর দু-তিন বছর ধরে এই গল্পটা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফাইনালি অনেক চড়াই-উতরাই পেরিয়ে কাজটা শেষ হয়েছে। চঞ্চল ভাই ট্রাক চালানোর মতো কঠিন কাজ খুব সহজে করেছেন। আর বাবু ভাইয়ের মিস্টিরিয়াস অভিনয় দর্শক দেখে মজা পাবেন।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দুই দিনের দুনিয়া একদম নতুন ঘরানার, ভিন্নধর্মী গল্পের একটি কাজ হয়েছে। চরকি সব সময় চেয়েছে দর্শকদের মানসম্মত কনটেন্ট উপহার দেওয়ার। চরকির এই মাসের সিনেমা হতে যাচ্ছে দুই দিনের দুনিয়া।’

‘দুই দিনের দুনিয়া’ দিয়ে অনেক দিন পর পর্দায় এক হচ্ছেন চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু

এই সিনেমায় আরও অভিনয় করেছেন তানভীন সুইটি, তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ প্রমুখ। সিনেমায় তিনটি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। মাশা ইসলামের কণ্ঠে ‘টেকা পাখি’ শিরোনামের একটি গান ইতিমধ্যেই ইউটিউবে অবমুক্ত করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া গানটি এরই মধ্যে অন্তর্জালে শোনা হয়েছে ১১ লাখের বেশিবার।