সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা
‘স্কুইড গেম’ এর প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও ঝড় তুলেছে। সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জানিয়েছে, মুক্তির এক দিন পর থেকে সিরিজটি অ-ইংরেজিভাষী টিভি সিরিজের তালিকায় শীর্ষে উঠেছে। এরপর টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছে সিকুয়েলটি।
২০২১ সালের কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’ মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল। এমিসহ বেশ কয়েকটি পুরস্কার বাগিয়েছিল সিরিজটি। একের পর এক রেকর্ড ভেঙেছিল। তিন বছর অপেক্ষার পর গত ২৬ ডিসেম্বর ‘স্কুইড গেম ২’ মুক্তি পেয়েছে।
থ্রিলার সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে।
তিনি ছাড়াও প্রথম মৌসুমের অনেকেই রয়েছেন। পাশাপাশি আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেককে দেখা গেছে।
এর আগে গত বছরের আগস্টে নেটফ্লিক্স জানিয়েছিল, সিরিজটির তৃতীয় মৌসুমেরও কাজ চলছে। সেটি আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।