ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
গভীর জলের মাছ ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
চার নারীর জীবনের ওঠা-পড়ার গল্প নিয়ে আসছে সাহানা দত্ত নতুন সিরিজ। নাটকীয়তার মোড়কে এগিয়ে যায় সিরিজের গল্প।
আগের মৌসুমে অনন্যার মৃত্যু দেখানো হয়েছে। তিনি কি নতুন রূপে ফিরতে চলেছেন? সব প্রশ্নের উত্তর মিলবে এবারের কিস্তিতে। এতে অভিনয় করেছেন তৃণা সাহা, স্বস্তিকা ঘোষ, অনন্যা সেন, ঊষসী রায়, রাজদীপ গুপ্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
গুলাক ৪
ধরন: সিরিজ
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
ভারতের এক মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। গল্প আবর্তিত হয়েছে মিশ্র পরিবারকে নিয়ে। এই পরিবারের নানা ঘটনা, সদস্যদের সম্পর্ক নিয়ে এগিয়ে চলছে সিরিজ। শ্রেয়াস পান্ডের সিরিজটিতে অভিনয় করেছেন জামিল খান, গীতাঞ্জলি কুলকার্নি প্রমুখ।
ময়দান
ধরন: সিনেমা
স্ট্রমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এখন সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটিতে।
ভারতের ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমকের জীবনীভিত্তিক সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, গজরাজ রাও, প্রিয়মনি, রুদ্রনীল ঘোষ।
সুইট টুথ ৩
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
আলোচিত এ সিরিজটি তৈরি হয়েছে জেফ লেমিরের কমিক বই অবলম্বনে। ২০২১ সালে মুক্তির পর জিম মিকেলের সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার মুক্তি পেয়েছে এর তৃতীয় মৌসুম। আট পর্বের অ্যাকশন, অ্যাডভেঞ্চারধর্মী সিরিজটিতে অভিনয় করেছেন উইল ফরতে, ক্রিশ্চিয়ান কনভারি, ড্যানিয়া রেমিরেজ প্রমুখ।
দ্য অ্যাকোলাইট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
স্টার ওয়ার ফ্রাঞ্চাইজির নতুন এ সিরিজটি তৈরি করেছেন লেসলি হেডল্যান্ড। সায়েন্স ফিকশন ঘরানার এ সিরিজটিতে অভিনয় করেছেন অ্যামান্ডা স্টেনবার্গ, লিড জুং-জায়ে, চার্লি বার্নেট প্রমুখ।