২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘একই সঙ্গে কমেডি যেমন রয়েছে, তেমনি রোমান্টিক গল্পও’

থ্রিলার সিনেমার ভিড়ে দর্শকদের কিছুটা হলেও অন্য স্বাদ দেবে ‘৩৬-২৪-৩৬’চরকি

ফেসবুকে গত জুলাই মাসে একটি বিয়ের কার্ড পোস্ট করেন প্রার্থনা ফারদিন দীঘি। কার্ডটি পোস্ট করে লিখেছিলেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’ কার্ড ও দীঘির মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় গুঞ্জন। তাহলে কি বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী? পরে অবশ্য জানা যায়, এটি তাঁর নতুন সিনেমার প্রচারের অংশ। তবে সেই সময়ে সিনেমা নিয়ে কিছু না জানালেও এবার জানা গেল, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে সেই ছবি। ৩৬-২৪-৩৬ নামের সেই সিনেমায় দীঘির নায়ক শাওন। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের এটি পঞ্চম সিনেমা। শুরুতে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্ম হিসেবে কেবল ওটিটিতে মুক্তির কথা ছিল, তবে এখন ছবিটি প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চায় চরকি।
তিন বছর আগে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন একসময়ের খুদে অভিনেত্রী দীঘি। প্রথম সিনেমাটি, যাকে বলে অনুরোধে ঢেকি গিলতে করতে হয়েছিল। এর পর থেকে বেশ ছক কষেই পা ফেলছেন তিনি। শুধু সংখ্যা বাড়াতে চান না। মনের মতো গল্প পেলেই তবে অভিনয়। তিনি জানালেন, তেমনই একটি গল্প ‘৩৬-২৪-৩৬’।

গল্প শুনেই পছন্দ হয়ে যায়। দীঘির মতে, এত থ্রিলার সিনেমার ভিড়ে দর্শকদের কিছুটা হলেও অন্য স্বাদ দেবে ‘৩৬-২৪-৩৬’। যে কারণে রোমান্টিক কমেডি ঘরানার গল্পটি বেছে নেন। এই নায়িকা বলেন, একটি গল্প যতটা সাধারণভাবে বলা যায়, ততই দর্শকের কাছে যায়। এই সিনেমায় সেই চেষ্টাই করা হয়েছে। দিন শেষে একটু বিনোদন চায় মানুষ। সহজভাবে বাঁচতে চায়। সেটাই এ সিনেমার গল্প।

বড় পর্দায় এবার দীঘির নায়ক শাওন
চরকি

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কাঠবিড়ালী’ দিয়ে দর্শকদের কাছে প্রশংসিত হন সৈয়দ জামান শাওন। পরে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেলেও ব্যাটে–বলে মেলেনি। গত বছর গোপনেই দ্বিতীয় সিনেমায় নাম লেখান। এবার দীঘির নায়ক হয়ে আসছেন শাওন। দর্শক পেতে যাচ্ছেন নতুন একটি জুটি। শাওন বলেন, এটা পারফেক্ট সিনেমার গল্প। একই সঙ্গে এখানে কমেডি যেমন রয়েছে, তেমনি আবার রোমান্টিক গল্পও রয়েছে। আবার সামাজিক বার্তা রয়েছে। পারিবারিক ঘরানার সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না।

প্রথমবার দীঘির সঙ্গে কাজ বিষয়ে এই অভিনেতা বললেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির আলাদা একটি ইমেজ আছে। সেগুলো পাশ কাটিয়ে সে অভিনয়ে অনেক সিনসিয়ার। বেশ সময় নিয়ে আমরা কাজটি করেছি। যে কারণে আমাদের গল্পটা জমেছে। দুজনকেই দর্শক নতুনভাবে পাবেন।’

সিনেমায় শাওন, দীঘি ছাড়া আরও অভিনয় করেছেন কারিনা কায়সার
চরকি

চরকির ইন্টার্নশিপ সিরিজ বানিয়ে এর আগে প্রশংসিত হয়েছিলেন রেজাউর রহমান। এটা প্রথম সিনেমা। এই পরিচালক বলেন, ‘সিনেমাটি খুবই কালারফুল। বড় আয়োজনের মধ্য দিয়ে বৈচিত্র্য আনতে চেয়েছি। দর্শক বিনোদন পাবেন; সংলাপ ও ঘটনা সেভাবেই সাজানো। আগে ‘ইন্টার্নশিপ’ দেখে দর্শক যেমন বিনোদন পেয়েছেন, ‘৩৬-২৪-৩৬’ সিনেমার গল্প, পটভূমিও দর্শকদের আলাদা একটি জগতে নিয়ে যাবে।’
ওয়েব ফিল্ম হিসেবে গত জুলাইতে চরকিতে মুক্তির কথা ছিল ৩৬-২৪-৩৬। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন আর কনটেন্টটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটা হঠাৎ হলে মুক্তি দিচ্ছেন কেন, জানতে চাইলে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে প্রেক্ষাগৃহ। নতুন সিনেমা থাকলেও মুক্তি দিতে অনেকেই করছেন নানা হিসাব-নিকাশ।

শুরুতে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্ম হিসেবে কেবল ওটিটিতে মুক্তির কথা ছিল, তবে এখন ছবিটি প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চায় চরকি
চরকি

চরকিরও অনেক কিছু ভাবতে হয়, কিন্তু সেগুলো এবার এত না ভেবে আমরা চেয়েছি এগিয়ে যেতে। আমাদের বিশ্বাস, চরকির এ পদক্ষেপ অনেক প্রযোজককে সিনেমা মুক্তি দিতে উৎসাহী করবে এবং দর্শকও প্রেক্ষাগৃহে ফিরবেন।’ পাশাপাশি রনি আরও জানালেন, ‘সিনেমা হিসেবেই এটি নির্মিত। প্ল্যাটফর্মের কারণে আমরা এটাকে ওয়েব ফিল্ম বলছিলাম। প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যে নির্মাণশৈলী, আয়োজন ও গল্প বলার ঢঙের প্রয়োজন হয়, তার কোনো কমতি এতে নেই। দর্শক দেখলেই সেটি বুঝতে পারবেন।’
সিনেমায় শাওন, দীঘি ছাড়া আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।
গত মঙ্গলবার বিকেলে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে।