ওটিটি
কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘ডেয়ারডেভিল: বর্ন এগেইন’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
মার্ভেল কমিকসের আলোচিত চরিত্র ডেয়ারডেভিলকে নিয়ে নতুন সিরিজ। বলা যায়, এটি ‘ডেয়ারডেভিল’ সিরিজের নতুন সংস্করণ। সিরিজে ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেছেন চার্লি কক্স। ৪ মার্চ মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম পর্ব। ৯ পর্বের সিরিজটির বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী এপ্রিল পর্যন্ত।
‘নাদানিয়া’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৭ মার্চ
এ সিনেমা দিয়েই সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের বড় পর্দায় অভিষেক হচ্ছে। ধর্মা প্রোডাকশনস প্রযোজিত রোমান্টিক ড্রামাটিতে ইব্রাহিমের নায়িকা খুশি কাপুর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুনীল শেঠি, মহিমা চৌধুরী, দিয়া মির্জা।
দিল্লির এক ধনীর দুলালিকে নিয়ে সিনেমার গল্প। কোনো এক কারণে তাঁকে মধ্যবিত্ত পরিবারের এক তরুণের সঙ্গে প্রেমের অভিনয় করতে হয়। কিন্তু অভিনয় করতে করতে সত্যি সত্যি তারা একে অন্যের প্রেমে পড়ে যায়! সিনেমাটি পরিচালনা করেছেন শাওনা গৌতম।
‘পিকচার দিস’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
লন্ডনের তরুণ আলোকচিত্রী পিয়া। তবে কাজকর্মে খুব একটা সুবিধা করতে পারছে না। সামনেই পিয়ার বোনের বিয়ে। পিয়ার মনে হয়, বোনের বিয়ের আগেই হয়তো সে–ও নিজের পছন্দের মানুষের খোঁজ পেয়ে যাবে।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক কমেডি সিনেমাটি। প্রধান চরিত্রে ‘সেক্স এডুকেশন’ সিরিজ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী সিমন অ্যাশলি। সিনেমাটি পরিচালনা করেছেন প্রার্থনা মোহন।