মুক্তি পেল ‘কারাগার’

‘মেলা দিন পর ভোররাতে আমার দেহডা ভার হয়ে গেছিল, চোখ খুলে দেখি হাত পা নাড়াইতে পারতেছি না। ভাবলাম খোদায় আমার ডাক শুনছে, আমার নাজাতের সময় হয়ে গেছে।’ কারাগারের ফাঁসির মঞ্চে বড় জল্লাদের চরিত্রের অভিনয়শিল্পী আফজাল হোসেনের এমন সংলাপে শুরু হলো হইচইয়ের ‘কারাগার’ সিরিজ।
সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছে আজ, ‘তাকদীর’–এর পর ‘কারাগার’ নিয়ে আবারও দর্শকদের সামনে এলেন সৈয়দ আহমেদ শাওকি ও চঞ্চল চৌধুরী জুটি। সিরিজে একজন কয়েদির চরিত্রে কাজ করেছেন চঞ্চল, বসে যাওয়া গাঢ় লাল চোখ, কঙ্কালসার শরীরে চটের তৈরি প্রাচীনকালের কয়েদিদের পোশাক, ছোট করে ছাঁটা চুলে ভিন্ন লুকে পাওয়া গেছে তাঁকে।

জল্লাদের চরিত্রের অভিনয় করেছেন আফজাল হোসেন

চঞ্চল চৌধুরী বলেন, ‘এ ধরনের ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়। আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সব কিছু ঠিকঠাক রাখার জন্য অভাবনীয় এফোর্ট দিতে হয়েছে।’

সৈয়দ আহমেদ শাওকির বলেন, ‘কারাগার আমাদের আজ পর্যন্ত করা সবচেয়ে উচ্চাভিলাষী কাজ। প্রায় দেড় বছর আগে, এই গল্পের আইডিয়াটা আমাদের মাথায় আসে। কারাগার আমাদের লেখা সবচেয়ে বড় চিত্রনাট্য। এতে রহস্য আছে, ইতিহাস ও নাটকীয়তা আছে। অভিনয়ের পাওয়ার হাউস সব শিল্পীদের আমি আমার সেটে পেয়েছি। ’

কারাগার সিরিজে চঞ্চল চৌধুরী ও আফজালের পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।