সামাদ কি গোলাপিকে পাবে
প্রেমিকা গোলাপিকে পেতে অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব হয়ে যায় ওলটপালট। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। মুক্তি পেয়েছে সাত পর্বের সিরিজটির টিজার।
গত বছরের আগস্ট মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন টালমাটাল তখনই সিরিজটির শুটিং করেন নির্মাতা আসিফ চৌধুরী। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ।
সিরিজটিতে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপি চরিত্রে দেখা যাবে নিদ্রা দে নেহাকে ।
এতে আরও রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।
সিরিজটি নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা শক্তিশালী। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে। সেই সঙ্গে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী।
সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপি চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। সবাই ভালো করেছেন।’
আগামী ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি।