‘ফিমেল ৪’–এ কেন থাকছেন না ‘বডি সোহেল’

‘ফিমেল’ নাটকের একটি দৃশ্য। ছবি : ভিডিও থেকে

শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের তিন কিস্তি বানিয়েছেন কাজল আরেফিন অমি। সব কটি কিস্তিই ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহে থেকে এবার চতুর্থ কিস্তি ‘ফিমেল ৪’ নির্মাণের ঘোষণা দিয়েছেন এই পরিচালক।
গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে অমি বলেন, ‘ফিমেলের কিস্তিগুলো দারুণ উপভোগ করেন দর্শক। ইউটিউবে সেটি টের পাওয়া যায়। মুক্তির পরপরই দর্শক হুমড়ি খেয়ে পড়ে। “ফিমেল ৩” মুক্তির কিছুদিনের মধ্যেই চতুর্থ কিস্তি তৈরির চাপ শুরু হয়েছে দর্শকের। আগামী ঈদকে কেন্দ্র করে দর্শকের এই আগ্রহ আরও বেশি লক্ষ করছি। এ কারণেই সিদ্ধান্ত নিয়েছি “ফিমেল ৪” তৈরি করব।’

‘ফিমেল’–এর কিস্তিগুলো জনপ্রিয়তা পাওয়ার রহস্য কী—জানতে চাইলে অমি বলেন, ‘শহরের কোনো না কোনো মহল্লার গল্পের সঙ্গে মিলে যায়, এর গল্প। যে গল্পের মধ্যে দর্শকেরা অনেক আনন্দ পান, মজা পান। তা ছাড়া চরিত্রগুলোতে যাঁরা অভিনয় করেন, তাঁদের অভিনয়গুণেও মুগ্ধ হন দর্শকেরা।’

আরও পড়ুন

এদিকে চতুর্থ কিস্তি নির্মাণের আগে ‘ফিমেল’–এর ভক্তদের জন্য দুঃসংবাদ। এবারের কিস্তিতে জনপ্রিয় চরিত্র ‘বডি সোহেল’ থাকছেন না। পরিচালক জানান, এই চরিত্রের মিশু সাব্বির কানাডা অবস্থান করছেন। শুটিংয়ের সময় থাকতে পারবেন না তিনি।
তবে পরিচালক বলেন, ‘বেশ আগেই কানাডা চলে গেছেন মিশু সাব্বির। এ কারণে চরিত্রটি তিনি করতে পারছেন না। তবে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানাডা থেকে তাঁকে একটি–দুটি দৃশ্যে রাখার চেষ্টা থাকবে। ফিমেল তৈরি হবে, বডি সোহেল থাকবে না, এটা হতে পারে না।’

‘ফিমেল’ সিকুয়েলে নির্দিষ্ট শিল্পীরা অভিনয় করলেও প্রতিটি সিরিজে নতুন একজনকে অভিনয় করতে দেখা যায়। সবশেষ ‘ফিমেল ৩’–এ  হাওয়া সিনেমার ‘তুমি বন্ধু কালা পাখি’ গানখ্যাত গায়ক এরফান মৃধা শিবলুকে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে। এবার ‘ফিমেল ৪’–এ দেখা যাবে ইরেশ যাকেরকে। তবে ইরেশ যাকেরের চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাননি পরিচালক।

এই নির্মাতা বলেন, ‘প্রথম কিস্তি থেকে শুরু করে প্রতিটি পর্বেই সাধারণত একই চরিত্র, একই শিল্পীরা থাকেন। কিন্তু প্রতিবারই একজন করে নতুন শিল্পীকে রাখার চেষ্টা করি। এটি মহল্লার গল্প। তাই নতুন নতুন চরিত্র আসতেই পারে। প্রতিটি পর্বে নতুন চরিত্রে নতুন শিল্পীকে এনে একটু আলাদা মাত্রা যোগ করার চেষ্টা করি । সেই হিসেবে “ফিমেল ৪”–এ ইরেশ ভাই থাকবেন। তাঁকে অন্য রকম একটি চরিত্রে এই নাটকে নিয়ে আসব। চরিত্রটিতে তাঁকে দারুণ মানাবেও।’ জানা গেছে, চলতি মাসের মাঝামাঝিতে শুটিং শুরু হতে পারে নাটকটির।

পরিচালক আরও বলেন, ‘যদি এটি ওটিটিতে মুক্তি দিই, তাহলে ঈদের পর মুক্তি দেব। কিন্তু শেষ পর্যন্ত ইউটিউবে মুক্তি দিলে এই ঈদেই মুক্তি দিতে চাই।’
‘ফিমেল ৪’–এ আরও অভিনয় করবেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান প্রমুখ।