কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

দুই দিনের দুনিয়া
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ১৩ অক্টোবর
গত বৃহস্পতিবার রাত আটটায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে দুই দিনের দুনিয়া। মিস্ট্রি-ড্রামা ঘরানার ওয়েব ফিল্মটির পরিচালক অনম বিশ্বাস। দুই দিনের দুনিয়া দিয়ে অনেক দিন পর পর্দায় এক হলেন চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবু। জামশেদ নামের অদ্ভুত ও রহস্যময় এক লোকের চরিত্র করেছেন ফজলুর রহমান বাবু। হাইওয়েতে তার সঙ্গে ট্রাকচালক সামাদের দেখা। শুরু হয় জামশেদের সঙ্গে তার দুই দিনের রহস্যময় ভ্রমণ। এই সিনেমায় আরও অভিনয় করেছেন তানভীন সুইটি, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ প্রমুখ।

সাত দিন ট্রাক চালিয়ে দুই দিনের দুনিয়া এর শুটিং করেছেন চঞ্চল চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

দোবারা
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৫ অক্টোবর
২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি মিরাজ-এর হিন্দি রিমেক। অনুরাগ কশ্যপ পরিচালিত ছবির মূল বিষয় সময় পরিভ্রমণ। ২৫ বছর আগে বজ্রপাতে মারা যায় ১২ বছরের এক কিশোর। এই সময়ে দাঁড়িয়ে সেই কিশোরের জীবন বাঁচানোর চেষ্টা করে বিশেষ ক্ষমতাসম্পন্ন এক তরুণী। গত ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু ও পাবিল গুলাটি। আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল ভাট প্রমুখ।
শান্তারাম
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ১৪ অক্টোবর
গ্রেগরি ডেভিড রবার্টসের একই নামের বহুল পঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিরিজ। আগে রাসেল ক্রো, জনি ডেপের মতো বড় তারকাকে নিয়ে উপন্যাসটির চলচ্চিত্রায়নের পরিকল্পনা হলেও শেষ পর্যন্ত এটি সিরিজ হয়ে আসছে। ভারতে পালিয়ে আসা অস্ট্রেলিয়ার এক ব্যাংক ডাকাতকে নিয়ে গল্প। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চার্লি হুনম। সিরিজের বড় অংশের শুটিং হয়েছে ভারতের ভোপালে।
ওকে ওকা জিবিথাম
ধরন: সিনেমা

স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ১০ অক্টোবর
তামিল ও তেলেগু ভাষায় নির্মিত এই সায়েন্স ফিকশন ড্রামা ছবি গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর প্রশংসিত হয়। এটি শ্রী কার্তিকের প্রথম ছবি। ছবিটির তামিল সংস্করণে অভিনয় করেছেন সারওয়ানান্দ, অমলা আক্কেনেনি, রিতু ভার্মা, প্রিয়দর্শী প্রমুখ। আর তেলেগু সংস্করণে আছেন সতীশ ও রমেশ তিলক।

আশিকানা ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১০ অক্টোবর
গুল খান পরিচালিত রোমান্টিক থ্রিলার সিরিজ। প্রথম কিস্তির জনপ্রিয়তার পর মুক্তি পেয়েছে দ্বিতীয় কিস্তি। এবারের সিজনেও আগেরটির মতো প্রধান দুই চরিত্রে দেখা যাবে জায়ান ইবাদ ও খুশি দুবেকে। তবে দ্বিতীয় সিজনে দেখা যাবে নতুন খলনায়ক কর্ণবীর বোরাকে।