গ্যাংস্টারের গল্পে পরী
এক বছরের বেশি সময় নতুন কাজের সঙ্গে যুক্ত হননি ঢাকাই ছবির নায়িকা পরীমনি। মাতৃত্বকালীন বিরতি শেষে নিজেকে প্রস্তুত করে কাজে ফিরছেন অভিনেত্রী, নতুন নতুন কাজেও যুক্ত হচ্ছে তিনি। রায়হান রাফীর ওয়েব ফিল্মের পর কয়েক দিন আগে ‘ডোডোর গল্প ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
নতুন খবর হলো, ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। গত রোববার রাতে অনম বিশ্বাসের সাত পর্বের এই সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরী। সিরিজটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে।
রোববার রাতে পরীমনি তাঁর ফেসবুক পেজে পরিচালক অনম বিশ্বাসের সঙ্গে একটি ছবি প্রকাশ করে স্ট্যাটাসে লিখেছেন, ‘দ্বিতীয় ইনিংস, নতুন করে শুরু। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’ হ্যাশট্যাগ দিয়ে পরিচালক অনম বিশ্বাসের নাম লিখেছেন তিনি।
বিষয়টি জানতে গতকাল দুপুরে অনম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরীকে নিয়ে কাজের বিষয়টি স্বীকার করেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরেই কাজটি নিয়ে পরীর সঙ্গে কথা হচ্ছিল তাঁর। উপজেলা শহরের এক গ্যাংস্টারকে নিয়ে ছবিটির গল্প। সিরিজটি হবে সাত পর্বের। এখানে পরীমনি ‘সুপ্তি’ নামে এক গৃহিণীর চরিত্রে অভিনয় করবেন।
এই চরিত্রে পরীকে নেওয়ার ব্যাপারে পরিচালক বলেন, ‘সুপ্তি সাহসী চরিত্র। এই চরিত্রের জন্য পরীকেই উপযুক্ত মনে হয়েছে। কারণ, ব্যক্তিজীবনে তাঁর বিভিন্ন কার্যক্রমের মধ্যে সাহসটা দেখি। তিনি সাহসী মেয়ে। ব্যক্তিজীবনে বড় বড় ঝড়েও তিনি ভেঙে পড়েন না, যেটা গল্পের সুপ্তি চরিত্রেরই পরিপূরক মনে হয়েছে আমার কাছে।’
পরিচালক আরও জানান, সিরিজটির দ্বিতীয় সিজন তৈরি হতে পারে। তখন সুপ্তি চরিত্রটি মূল চরিত্র হয়ে উঠবে।
কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিরিজে পরীমনির স্বামীর চরিত্রে অভিনয় করবেন শ্যামল মাওলা। এ ছাড়া আছেন ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশ প্রমুখ। জানা গেছে, সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে প্রচারিত হবে।