আসছে চরকি অ্যাওয়ার্ড

আনুষ্ঠানিক যাত্রা শুরুর ১৫ মাস পার করছে চরকি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্র, সিরিজ, গান দিয়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি অর্জন করেছে দর্শক গ্রহণযোগ্যতা। বিনোদন অঙ্গনসংশ্লিষ্ট ব্যক্তিদের আস্থায়ও রয়েছে দেশীয় এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অভিনয় করে অভিনয়শিল্পীরা এত দিন কুড়িয়েছেন প্রশংসা। ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে পরিচালক-প্রযোজকেরা  পেয়েছেন বাহবা। চরকি নিজেই এবার তাঁদের পুরস্কৃত করতে চলেছে। গতকাল রোববার প্রথম আলোকে খবরটি নিশ্চিত করলেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি।

গত ১৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করেছে চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে আগামী ৮ অক্টোবর চরকি কার্নিভ্যালের আয়োজন করতে যাচ্ছে চরকি পরিবার, সেখানেই দেওয়া হবে এই পুরস্কার। সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হবে এই পুরস্কার।

চরকিতে প্রচারিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও গানের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, চিত্রগ্রাহকসহ বিভিন্ন কলাকুশলীদের কীভাবে সম্মানিত করা যায়, সেটি ভাবছিল কর্তৃপক্ষ। এরপর তারা সিদ্ধান্ত নেয়, যাঁরা নিজেদের বিভাগে সেরা কাজটি করেছেন, তাঁদের সম্মানিত করা হবে। অবশ্য এরই মধ্যে দেশের দুটি ডিজিটাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে চরকি। মেরিল–প্রথম আলো পুরস্কারে ৪টি, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১–এ ৮টি ও দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১–এ ১১টি পুরস্কার জিতেছে চরকি।
চরকির এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৫ মাসে প্রচারিত নিজস্ব সব অরিজিনাল কনটেন্ট ও সংশ্লিষ্ট কলাকুশলীকে বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। চরকি জানিয়েছে, মূলত তাদের সঙ্গে এ পর্যন্ত যেসব পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী কাজ করেছেন, তাঁদের আরও বেশি উৎসাহ আর অনুপ্রেরণা দিতেই এই আয়োজন।

এই উদ্দেশ্যে গতকাল ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া। https://www.chorki.com/award লিংকে ৯টি বিভাগে দর্শক তাঁর বিবেচনায় সেরা শিল্পী, পরিচালক ও কলাকুশলী ভোট দিতে পারবেন। চরকির নিজস্ব ডেটাবেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের মতামত, কনটেন্ট বিশ্লেষণ, জুরি সদস্যের নম্বর ও দর্শকের ভোট—এসব বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিটি বিভাগে সেরার লড়াইয়ে আপাতত পাঁচজন করে লড়বেন।

সেরা ওয়েব ফিল্মের দৌড়ে আছে খাঁচার ভেতর অচিন পাখি, টান, নেটওয়ার্কের বাইরে, মুন্সিগিরি ও রেডরাম। আর সেরা ওয়েব সিরিজের প্রতিযোগিতায় আছে ঊনলৌকিক, জাগো বাহে, পেটকাটা ষ, শাটিকাপ ও সিন্ডিকেট। সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন আবরার আতহার, ভিকি জাহেদ, মিজানুর রহমান আরিয়ান, মেজবাউর রহমান সুমন ও রায়হান রাফী। অন্যদিকে সিরিজে সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন নুহাশ হুমায়ূন (পেটকাটা ষ), মোহাম্মদ তাওকীর ইসলাম (শাটিকাপ), রবিউল আলম রবি (ঊনলৌকিক), শিহাব শাহীন (সিন্ডিকেট) ও সিদ্দিক আহমেদ, সালেহ সোবহান অনীম, সুকর্ণ শাহেদ ধীমান (জাগো বাহে)। চরকির বিভিন্ন কনটেন্টের মাধ্যমে নবাগত অনেকেও আলোচনায় আসেন।

এই নবাগতদের তালিকায় অভিনয়শিল্পীরা যেমন আছেন, তেমনি আছেন পরিচালকেরাও। তাই তো চরকি নতুনদের পুরস্কৃত করতে ‘চরকি পাওয়ার হাউস অব টুমরো’ নামে একটি বিভাগে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত চরকিতে যে কনটেন্ট দর্শক সবচেয়ে বেশি সময় ধরে দেখেছেন, সেটিকে ‘মোস্ট ওয়াচড কনটেন্ট’ বিভাগে পুরস্কার দেওয়া হবে।

রেদওয়ান রনি
ছবি: সাইফুল ইসলাম

পুরো আয়োজনটি প্রসঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকির দর্শকদের এত দিন ধরে যাঁরা ভালো ভালো কাজ উপহার দিয়ে মাতিয়ে রেখেছেন, তাঁদের প্রতি ভালোবাসা থেকেই এই অ্যাওয়ার্ডের আয়োজন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যাঁরা প্রথম থেকেই পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’