প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
অপলাপ
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: দীপ্ত প্লে
দিনক্ষণ: চলমান
স্ত্রী সুমিকে হত্যার অভিযোগে সাইকিয়াট্রিস্ট অর্ক রহমান গ্রেপ্তার হন। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করেন অর্ক। কিন্তু অর্কের ব্যক্তিগত সহকারী বর্ষার বিশ্বাস, অর্ক খুন করেননি। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হন অর্কের বাল্যবন্ধু ডিবি কর্মকর্তা এডিসি সাইফ হাসানের। ঘটনা মোড় নেয় নতুন দিকে। এমন গল্প নিয়ে পারিবারিক থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তি পেয়েছে গত মঙ্গলবার। নাজিম উদ দৌলার চিত্রনাট্যে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ আলী। এতে অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান ও প্রিয়ন্তী উর্বী।
বাড়িওয়ালি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের বহুল প্রশংসিত ও পুরস্কৃত সিনেমাটি। গত ৩১ আগস্ট প্রয়াত পরিচালকের জন্মদিন উপলক্ষে ডিজিটাল প্রিমিয়ার হয়েছে সিনেমাটির। অনুপম খের প্রযোজিত সিনেমায় দেখা যায় কিরণ খের, রূপা গাঙ্গুলি ও চিরঞ্জিত চক্রবর্তীকে। এ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পান কিরণ।
ওয়ান পিস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
একই নামের জনপ্রিয় জাপানি গ্রাফিক উপন্যাস অবলম্বনে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিরিজটি বানিয়েছেন স্টিভেন মায়েদা ও ম্যাট ওয়েনস। আট পর্বের সিরিজটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ইনাকি গুডে, এমিলি রুড ও ম্যাকেন্যু।
দ্য ফ্রিল্যান্সার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১ সেপ্টেম্বর
আলিয়া নামের এক নববিবাহিত তরুণীকে ভুল বুঝিয়ে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়। উদ্ধারের দায়িত্ব পড়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার। এমন গল্প নিয়ে তৈরি আট পর্বের অ্যাকশন সিরিজটির ক্রিয়েটর নীরজ পাণ্ডে।
এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহিত রায়না। এ ছাড়াও দেখা যাবে অনুপম খের, জন কোকেন, নবনীত মালিককে। অবিনাশ কামাতের লেখা বই ‘এ টিকিট টু সিরিয়া’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি।
দ্য হুইল অব টাইম
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
রাফে জাডকিসনের ফ্যান্টাসি সিরিজটির প্রথম কিস্তি মুক্তি পায় ২০২১ সালে। প্রশংসিত এই সিরিজের দ্বিতীয় কিস্তি আসবে আগামীকাল। এবারের সিজনে আছে আটটি পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজামুন্ড পাইক, ড্যানিয়েল হেনি, ম্যাডেলিন ম্যাডেন।
স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ২ সেপ্টেম্বর
এর আগে ‘স্ক্যাম ১৯৯২’ বানিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন হংসল মেহতা। এবার তিনি হাজির ‘স্ক্যাম ২০০৩’ নিয়ে। তবে এবার তিনি সিরিজটি পরিচালনা করেননি, আছেন সৃজনশীল পরিচালক হিসেবে।
ভারত তোলপাড় করা স্ট্যাম্প পেপার কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত আবুল করিম তেলগিকে নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন তুষার হিরনন্দানী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গগন দেব রিয়ার, মুকেশ তিওয়ারি, সানা আমি শেখ ও ভারত যাদব।