বিয়ে করছেন পার্ক হা–না
বিয়ে করছেন ‘মাই মেরি ম্যারেজ’ ড্রামা সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া তারকা অভিনেত্রী পার্ক হা-না। আগামী ২১ জুন সিউলে একটি ঘরোয়া আয়োজনে বিয়ে সারবেন তিনি। পাত্র সাবেক বাস্কেটবল খেলোয়াড় কিম তে-সুল। খবর হ্যাংকুক ইলবোর
সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্ক হা-না বলেন, ‘পরিচিতদের সঙ্গে এক আড্ডায় কিমের সঙ্গে আমার পরিচয়। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, ফলে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই জুটি হয়ে উঠি।’
পার্ক হা-না আরও বলেন, ‘আমরা দুজনের সঙ্গ উপভোগ করি। একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি। সে ভীষণ সহানুভূতিশীল।’ বিয়ের পরও নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন এই তারকা। তিনি বলেন, ‘আমরা একে অপরের কাজকে সম্মান করি।’
২০০৩ সালে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পার্ক। পরে অভিনয়ে থিতু হয়েছেন। ‘টোয়েলভথ সাইন অব লাভ’, ‘আ হান্ড্রেড ইয়ার লিগ্যাসি’, ‘ইমপ্রেস কি’, ‘স্টিল লাভিং ইউ’, ‘দ্য প্রমিজ’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করেছেন পার্ক।
সম্প্রতি ‘মাই মেরি ম্যারেজ’-এ মায়েং গং হি চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে কেবিসি ড্রামা অ্যাওয়ার্ড পেয়েছেন পার্ক।